লাদাখ সীমান্তে ভারত ও চিন পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ৷ মঙ্গলবার হিমাচল প্রদেশের দুটি জেলায় অ্যালার্ট জারি করা হয়েছে ৷ গভীর রাতে হমীরপুর, মান্ডি, কুলু আর লাহুলের আকাশে যুদ্ধবিমানের আওয়াজ শোনা গেছে ৷ রাত ১১ টা ১৫ মিনিটে প্রথমবার ফাইটার প্লেনের আওয়াজ শোনা যায় ৷ এরপর মাঝরাতে ১২ টা ১৫ তে আবার একবার যুদ্ধবিমান ওড়ার প্রবল শব্দে কেঁপে ওঠে এলাকা ৷Photo- Representative
হিমাচলের লাহুল ও কিন্নর এই দুই জেলায় ভারত ও চিন সীমান্তে উত্তেজনার পর সতর্কতা জারি করা হয়েছে৷ দু দেশের মধ্যে উত্তেজনা পরিস্থিতিতে এই সতর্কতা জারি করা হয়েছে ওই দুই জেলার সকলের জন্য ৷ এই কিন্নর ও লাহুল -স্পিতিতে সুরক্ষা এজেন্সি অ্যালার্টে রয়েছে ৷ পুলিশ প্রধান ও দুই জেলার পুলিশ আধিকারিকরা অতিরিক্ত সাবধানতা বজায় রেখেছে ৷ হিমাচল প্রদেশ পুলিশের পক্ষ থেকে ডক্টর খুশলাল শর্মা জানিয়েছেন দুটি জেলার সীমান্ত এলাকার জনবসতিতে বিশেষ নজরদারি জারি রাখা হয়েছে ৷ পাশাপাশি গুপ্তচর সংস্থাদের সঙ্গে নিয়মিত যোগ রাখা হচ্ছে ৷ তাদের তরফ থেকে পাওয়া ছোট ছোট তথ্যও অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে ৷Photo- File
কিন্নরের তিনটি পুলিশ থানাকে চিঠি লেখা হয়েছে ৷ কিন্নরের এসপি এসআর রাণা জানিয়েছে ভারত-তিব্বত সীমা এলাকার পুলিশদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ৷ বর্ডার এলাকায় মুরঙ্গ থানা, সাংলা পুলিশ চৌকির সঙ্গে যথাযথ চিঠি লিখে দেওয়া হয়েছে ৷ বলা হয়েছে যেন যথাযথ সতর্কতা রাখা হয় ৷ তারা জানিয়েছে এখনও অবধি কোনও অপ্রিয় ঘটনা হয়নি ৷Photo- File