FASTAG: হাতে আর ২৪ ঘণ্টা, এই নিয়ম না মানলে প্রত্যেক গাড়ি-চালককে দিতে হবে দ্বিগুণ অর্থ

Last Updated:
গোটা দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজায় চালু হচ্ছে এই বিশেষ নিয়ম। জ্যাম এড়ানো যাবে , স্বচ্ছ ও দ্রুত লেনদেন করা যাবে এই নিয়ম মানলেই, এমনটাই আশা কেন্দ্রের।
1/5
হাতে আর একদিন। আগামীকাল থেকেই চালু হয়ে যাচ্ছে বাধ্যতামূলক ফাসট্যাগ সিস্টেম। চার চাকার বা তার বেশি চাকার গাড়িতে এবার ফাসট্যাগ না লাগালে দ্বিগুণ টোল দিতে হবে গাড়‌ির চালকদের।
হাতে আর একদিন। আগামীকাল থেকেই চালু হয়ে যাচ্ছে বাধ্যতামূলক ফাসট্যাগ সিস্টেম। চার চাকার বা তার বেশি চাকার গাড়িতে এবার ফাসট্যাগ না লাগালে দ্বিগুণ টোল দিতে হবে গাড়‌ির চালকদের।
advertisement
2/5
 ‌জাতীয় সড়কের ওপর কমবেশি ৫২৫টি টোল প্লাজায় এই ব্যবস্থা বলবৎ হচ্ছে। আগে গাড়িতে ফাসট্যাগ না থাকলে নগদেও মেটানো যেত টোল। এখন আর সেই সুবিধে থাকছে না। ফাসট্যাগ না থাকলে দিতে হবে টোলের দ্বিগুণ টাকা।
‌জাতীয় সড়কের ওপর কমবেশি ৫২৫টি টোল প্লাজায় এই ব্যবস্থা বলবৎ হচ্ছে। আগে গাড়িতে ফাসট্যাগ না থাকলে নগদেও মেটানো যেত টোল। এখন আর সেই সুবিধে থাকছে না। ফাসট্যাগ না থাকলে দিতে হবে টোলের দ্বিগুণ টাকা।
advertisement
3/5
আজ প্রেস ইনফরমেশান ব্যুরোর একটি বিবৃতিতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত খেকে দেশের সব জাতীয় সড়কের ফি প্লাজাগুলিতেই ফাসট্যাগ কার্যকর হবে।
আজ প্রেস ইনফরমেশান ব্যুরোর একটি বিবৃতিতে জানানো হয়, ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত খেকে দেশের সব জাতীয় সড়কের ফি প্লাজাগুলিতেই ফাসট্যাগ কার্যকর হবে।
advertisement
4/5
ফাসট্যাগ প্রণয়নে নগদ লেনদেন বন্ধ হবে। ফলে টোল প্লাজাগুলিতে ভিড়ও এড়ানো যাবে। ফাসট্যাগ আছে এমন প্রতিটি গাড়িররই আলাদা আলাদা কোড রয়েছে। ফাসট্যাগ-ওয়ালা গাড়িগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস ধরলে ওই কোড পড়ে নেয় যন্ত্রটি। ফাসট্যাগ অ্যাকাউন্ট থেকে কাটা যায় নির্ধারিত অঙ্কের টাকা।
ফাসট্যাগ প্রণয়নে নগদ লেনদেন বন্ধ হবে। ফলে টোল প্লাজাগুলিতে ভিড়ও এড়ানো যাবে। ফাসট্যাগ আছে এমন প্রতিটি গাড়িররই আলাদা আলাদা কোড রয়েছে। ফাসট্যাগ-ওয়ালা গাড়িগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস ধরলে ওই কোড পড়ে নেয় যন্ত্রটি। ফাসট্যাগ অ্যাকাউন্ট থেকে কাটা যায় নির্ধারিত অঙ্কের টাকা।
advertisement
5/5
এর পাশাপাশি টাকা ফুরিয়ে গেলে রিচার্জও করা যায় যখনতখন। ডিজিটাল রিচার্জ তো আছেই,রিচার্জ কাউন্টার থাকে সংস্থাগুলিতে।
এর পাশাপাশি টাকা ফুরিয়ে গেলে রিচার্জও করা যায় যখনতখন। ডিজিটাল রিচার্জ তো আছেই,রিচার্জ কাউন্টার থাকে সংস্থাগুলিতে।
advertisement
advertisement
advertisement