Explainer: এয়ারপোর্টে ১২ কোটির সোনা-সহ গ্রেফতার নায়িকা! ফ্লাইটে কতটা সোনা নিয়ে যাওয়া যেতে পারে জানেন? ভুল করলেই বিপদ

Last Updated:
Explainer: ভারতে অভাব নেই সোনা প্রেমীদের। অনেকেই সোনার গয়না পরে যাতায়াত করেন। কিন্তু কত পরিমাণ সোনা সঙ্গে থাকা নিয়ম বিরুদ্ধ নয়? সোনা নিয়ে ফ্লাইটে যাতায়াত করার কি কোনও বিশেষ নিয়ম রয়েছে? শুল্ক দফতরের এই তথ‍্যগুলি সম্পর্কে অনেকেই সচেতন নন।
1/11
সোনা পাচারের অভিযোগে গ্রেফতার খ‍্যাতনামা কন্নড় অভিনেত্রী। বিশেষ সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ওই কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে।
সোনা পাচারের অভিযোগে গ্রেফতার খ‍্যাতনামা কন্নড় অভিনেত্রী। বিশেষ সূত্রে খবর পেয়ে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI) বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ওই কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে।
advertisement
2/11
নায়িকার সোনা পাচারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল দেশজুড়ে। অভিযোগ, জামাকাপড়ের মধ‍্যে লুকিয়ে সোনাপাচার করতে গিয়ে ধরা পড়েন অভিনেত্রী। চাঞ্চল‍্যকর এই ঘটনা সামনে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটি বিষয়, নিয়মমাফিক কত সোনা নিয়ে যাওয়া যেতে পারে ফ্লাইটে?
নায়িকার সোনা পাচারের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল দেশজুড়ে। অভিযোগ, জামাকাপড়ের মধ‍্যে লুকিয়ে সোনাপাচার করতে গিয়ে ধরা পড়েন অভিনেত্রী। চাঞ্চল‍্যকর এই ঘটনা সামনে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটি বিষয়, নিয়মমাফিক কত সোনা নিয়ে যাওয়া যেতে পারে ফ্লাইটে?
advertisement
3/11
ভারতে অভাব নেই সোনা প্রেমীদের। অনেকেই সোনার গয়না পরে যাতায়াত করেন। কিন্তু কত পরিমাণ সোনা সঙ্গে থাকা নিয়ম বিরুদ্ধ নয়? সোনা নিয়ে ফ্লাইটে যাতায়াত করার কি কোনও বিশেষ নিয়ম রয়েছে? শুল্ক দফতরের এই তথ‍্যগুলি সম্পর্কে অনেকেই সচেতন নন।
ভারতে অভাব নেই সোনা প্রেমীদের। অনেকেই সোনার গয়না পরে যাতায়াত করেন। কিন্তু কত পরিমাণ সোনা সঙ্গে থাকা নিয়ম বিরুদ্ধ নয়? সোনা নিয়ে ফ্লাইটে যাতায়াত করার কি কোনও বিশেষ নিয়ম রয়েছে? শুল্ক দফতরের এই তথ‍্যগুলি সম্পর্কে অনেকেই সচেতন নন।
advertisement
4/11
বিমানে সোনা নিয়ে যাওয়ার নিয়ম ভারতীয় সীমা শুল্ক বিভাগ (Indian Customs Department) দ্বারা নির্ধারিত হয়। এই নিয়মগুলি দেশীয় (ডোমেস্টিক) এবং আন্তর্জাতিক (ইন্টারন‍্যাশনাল) উভয় ধরণের ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য।
বিমানে সোনা নিয়ে যাওয়ার নিয়ম ভারতীয় সীমা শুল্ক বিভাগ (Indian Customs Department) দ্বারা নির্ধারিত হয়। এই নিয়মগুলি দেশীয় (ডোমেস্টিক) এবং আন্তর্জাতিক (ইন্টারন‍্যাশনাল) উভয় ধরণের ফ্লাইটের ক্ষেত্রেই প্রযোজ্য।
advertisement
5/11
দেশীয় ফ্লাইটে সোনা নিয়ে যাওয়ার কোনও নির্দিষ্ট সীমা নেই। তবে, অত‍্যধিক পরিমাণ সোনা নিয়ে গেলে সোনার উত্‍স এবং নিয়ে যাওয়ার উদ্দেশ‍্য সম্পর্কে
দেশীয় ফ্লাইটে সোনা নিয়ে যাওয়ার কোনও নির্দিষ্ট সীমা নেই। তবে, অত‍্যধিক পরিমাণ সোনা নিয়ে গেলে সোনার উত্‍স এবং নিয়ে যাওয়ার উদ্দেশ‍্য সম্পর্কে
advertisement
6/11
যদি আপনি ভারী পরিমাণে সোনা নিয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে এর উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে সীমা শুল্ক কর্মকর্তাদের জানাতে হবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য সোনার গহনা নিয়ে যাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা নেই।
যদি আপনি ভারী পরিমাণে সোনা নিয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে এর উৎস এবং উদ্দেশ্য সম্পর্কে সীমা শুল্ক কর্মকর্তাদের জানাতে হবে। ব্যক্তিগত ব্যবহারের জন্য সোনার গহনা নিয়ে যাওয়ার উপর কোনও নিষেধাজ্ঞা নেই।
advertisement
7/11
আন্তর্জাতিক ফ্লাইটে কী নিয়ম? আন্তর্জাতিক ফ্লাইটে সোনা নিয়ে যাওয়ার সীমা, যাত্রীর বাসস্থান অবস্থা এবং ভ্রমণের উদ্দেশ্যের উপর নির্ভর করে। এছাড়া NRI-রাও একটি নির্দিষ্ট পরিমাণ সোনা শুল্ক-মুক্ত আনতে পারেন, তবে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে।
আন্তর্জাতিক ফ্লাইটে কী নিয়ম? আন্তর্জাতিক ফ্লাইটে সোনা নিয়ে যাওয়ার সীমা, যাত্রীর বাসস্থান অবস্থা এবং ভ্রমণের উদ্দেশ্যের উপর নির্ভর করে। এছাড়া NRI-রাও একটি নির্দিষ্ট পরিমাণ সোনা শুল্ক-মুক্ত আনতে পারেন, তবে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে।
advertisement
8/11
পর্যটকরাও একটি নির্দিষ্ট পরিমাণ সোনা আনতে পারেন, তবে তাদের শুল্ক দিতে হবে। মহিলাদের জন্য ৪০ গ্রাম পর্যন্ত সোনা নিয়ে যাওয়ার ছাড় আছে এবং পুরুষদের জন্য ২০ গ্রাম পর্যন্ত, এর বেশি হলে শুল্ক দিতে হবে।
পর্যটকরাও একটি নির্দিষ্ট পরিমাণ সোনা আনতে পারেন, তবে তাদের শুল্ক দিতে হবে। মহিলাদের জন্য ৪০ গ্রাম পর্যন্ত সোনা নিয়ে যাওয়ার ছাড় আছে এবং পুরুষদের জন্য ২০ গ্রাম পর্যন্ত, এর বেশি হলে শুল্ক দিতে হবে।
advertisement
9/11
শুল্কের নিয়ম সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। তাই শুল্কের হার বদলে যেতে পারে। তাই ফ্লাইটে যাতায়াত করার আগে এই সংক্রান্ত সমস্ত নিয়মগুলি জেনে নেওয়া অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
শুল্কের নিয়ম সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে। তাই শুল্কের হার বদলে যেতে পারে। তাই ফ্লাইটে যাতায়াত করার আগে এই সংক্রান্ত সমস্ত নিয়মগুলি জেনে নেওয়া অত‍্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
10/11
সোনা নিয়ে যাওয়ার সময় কী বিষয়গুলি মনে রাখবেন?ফ্লাইটে সোনা নিয়ে যেতে চাইলে সবসময় রসিদ এবং নথি আপনার কাছে রাখুন। যদি অতিরিক্ত পরিমাণ সোনা নিয়ে যাচ্ছেন, তাহলে সোনা নিয়ে যাওয়ার সীমা শুল্ক কর্মকর্তাদের আগে থেকে জানিয়ে দিন। সীমা শুল্ক নিয়ম লঙ্ঘন থেকে বিরত থাকুন। আপনি নতুন নিয়মগুলি ভারতীয় সীমা শুল্ক বিভাগের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
সোনা নিয়ে যাওয়ার সময় কী বিষয়গুলি মনে রাখবেন?ফ্লাইটে সোনা নিয়ে যেতে চাইলে সবসময় রসিদ এবং নথি আপনার কাছে রাখুন। যদি অতিরিক্ত পরিমাণ সোনা নিয়ে যাচ্ছেন, তাহলে সোনা নিয়ে যাওয়ার সীমা শুল্ক কর্মকর্তাদের আগে থেকে জানিয়ে দিন। সীমা শুল্ক নিয়ম লঙ্ঘন থেকে বিরত থাকুন। নতুন নিয়মগুলি ভারতীয় সীমা শুল্ক বিভাগের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন।
advertisement
11/11
অন‍্যদিকে, সোনা পাচারের অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হন অভিনেত্রী রানিয়া রাও। তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে DRI। দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
অন‍্যদিকে, সোনা পাচারের অভিযোগে সোমবার রাতে গ্রেফতার হন অভিনেত্রী রানিয়া রাও। তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে DRI। দুবাই থেকে আসা এমিরেটস বিমান সংস্থার একটি বিমান থেকে নামতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। অভিনেত্রীকে তল্লাশি চালিয়ে তাঁর গায়ে ও জামাকাপড়ের মধ্য থেকে সোনা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement