সংসদে ফের গেরুয়া রঙ ৷ দিল্লির মসনদ দখলে রাখল এনডিএ ৷ ৫৪২ আসনের মধ্যে ৩৩৬টি আসন নিয়ে ফের সরকার গড়তে চলেছে এনডিএ ৷ নির্বাচনী ফল প্রকাশের আগেই #News18IPSOSExitPoll অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে কে আসতে চলেছে ক্ষমতায় ৷ দেশের মানচিত্রে এখন শুধু পদ্মফুল ৷ অব্যাহত রইল মোদি-শাহের বিজয় রথ ৷
দ্বিতীয় দফার ভোটে ৯৫টি আসনে বিজেপি একাই ২৭-২৯টি, তৃণমূল কোনও আসন পাচ্ছে না। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়েছিল ৯৫ টি আসনে ৷ News18IPSOES- এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপি ও এনডিএ জোট পেতে পারে ৫০-৫৪টি আসন। যার মধ্যে বিজেপি একাই পেতে পারে ২৭-২৯ টি আসন, NDA-র অন্যান্য সঙ্গীরা পেতে পারে ২৩-২৫টি আসন।