Gutkha Stains in Indian Railway: গুটখার পিক তুলতে রেলের বছরে খরচ শুনলে চমকে উঠবেন! শুরু নতুন 'উপায়'

Last Updated:
Gutkha Stains in Indian Railway: পান বা গুটখার পিক ফেলার অভ্যাসে দাড়ি টানতে জরিমানার পথেও হেঁটেছে রেল। কিন্তু শুধু জরিমানা করলেই পান বা গুটখার পিক ফেলা যে আটকানো যাচ্ছে না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
1/5
ক্ষমতায় আসার পরই দেশে ধুমধাম করে স্বচ্ছ ভারত অভিযান চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সেই কর্মসূচি কতটা সফল, তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তবে, দেশের রেল কামরাগুলি যে মোটেই স্বচ্ছ নয়, তা স্পষ্ট হয়ে গেল এবার। আর সেই অপরিষ্কার রেলের কামরার কারণ গুটখার দাগ!
ক্ষমতায় আসার পরই দেশে ধুমধাম করে স্বচ্ছ ভারত অভিযান চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও সেই কর্মসূচি কতটা সফল, তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তবে, দেশের রেল কামরাগুলি যে মোটেই স্বচ্ছ নয়, তা স্পষ্ট হয়ে গেল এবার। আর সেই অপরিষ্কার রেলের কামরার কারণ গুটখার দাগ!
advertisement
2/5
বিষয়টা হল, পান বা গুটখার পিক ফেলার অভ্যাসে দাড়ি টানতে জরিমানার পথেও হেঁটেছে রেল। কিন্তু শুধু জরিমানা করলেই পান বা গুটখার পিক ফেলা যে আটকানো যাচ্ছে না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। রেল সূত্রের খবর, ভারতীয় রেল সূত্রে খবর, প্রতি বছর গুটখা-র দাগ তুলতে খরচ হয় ১২,০০ কোটি টাকা। রেলের তরফে বিভিন্ন স্টেশন চত্বরে স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে। তাতেই কেন্দ্রের এখনও পর্যন্ত খরচ হয়ে গিয়েছে ১২০০ কোটি।
বিষয়টা হল, পান বা গুটখার পিক ফেলার অভ্যাসে দাড়ি টানতে জরিমানার পথেও হেঁটেছে রেল। কিন্তু শুধু জরিমানা করলেই পান বা গুটখার পিক ফেলা যে আটকানো যাচ্ছে না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। রেল সূত্রের খবর, ভারতীয় রেল সূত্রে খবর, প্রতি বছর গুটখা-র দাগ তুলতে খরচ হয় ১২,০০ কোটি টাকা। রেলের তরফে বিভিন্ন স্টেশন চত্বরে স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে। তাতেই কেন্দ্রের এখনও পর্যন্ত খরচ হয়ে গিয়েছে ১২০০ কোটি।
advertisement
3/5
পরিস্থিতি দেখে তাই পান বা গুটখার পিক ফেলা বন্ধ করতে পরিবেশবান্ধব পিক ফেলার ছোটো আকারের প্যাকেট বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ইজিস্পিট নামে ওই প্যাকেটগুলি পরিবেশবান্ধব। ছোট আকারের হওয়ায় ওই পিকদানিগুলি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর গোটা যাত্রাপথে বারবার সেটি ব্যবহারও করা যাবে।
পরিস্থিতি দেখে তাই পান বা গুটখার পিক ফেলা বন্ধ করতে পরিবেশবান্ধব পিক ফেলার ছোটো আকারের প্যাকেট বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ইজিস্পিট নামে ওই প্যাকেটগুলি পরিবেশবান্ধব। ছোট আকারের হওয়ায় ওই পিকদানিগুলি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর গোটা যাত্রাপথে বারবার সেটি ব্যবহারও করা যাবে।
advertisement
4/5
তবে, সম্পূর্ণ বিনামূল্যে নয়, মাত্র ৫ টাকা থেকে ১০ টাকায় এই পিকদানিগুলি রেলের তরফে দেওয়া হবে। ইতিমধ্যেই পশ্চিম, উত্তর ও মধ্য রেলে এই নতুন ধরনের পিকদানির ব্যবহার শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
তবে, সম্পূর্ণ বিনামূল্যে নয়, মাত্র ৫ টাকা থেকে ১০ টাকায় এই পিকদানিগুলি রেলের তরফে দেওয়া হবে। ইতিমধ্যেই পশ্চিম, উত্তর ও মধ্য রেলে এই নতুন ধরনের পিকদানির ব্যবহার শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
5/5
রেল কর্তাদের আশা, নতুন এই পিকদানি ব্যবহার করার ফলে ট্রেনের ভিতর বা রেল স্টেশন চত্বরে স্বচ্ছতা আরও বাড়বে। এছাড়াও দেশের ৪২টি স্টেশনে পিক ফেলার জন্য কিয়স্ক বসানোর পরিকল্পনাও করেছে ভারতীয় রেল।
রেল কর্তাদের আশা, নতুন এই পিকদানি ব্যবহার করার ফলে ট্রেনের ভিতর বা রেল স্টেশন চত্বরে স্বচ্ছতা আরও বাড়বে। এছাড়াও দেশের ৪২টি স্টেশনে পিক ফেলার জন্য কিয়স্ক বসানোর পরিকল্পনাও করেছে ভারতীয় রেল।
advertisement
advertisement
advertisement