বিষয়টা হল, পান বা গুটখার পিক ফেলার অভ্যাসে দাড়ি টানতে জরিমানার পথেও হেঁটেছে রেল। কিন্তু শুধু জরিমানা করলেই পান বা গুটখার পিক ফেলা যে আটকানো যাচ্ছে না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। রেল সূত্রের খবর, ভারতীয় রেল সূত্রে খবর, প্রতি বছর গুটখা-র দাগ তুলতে খরচ হয় ১২,০০ কোটি টাকা। রেলের তরফে বিভিন্ন স্টেশন চত্বরে স্বচ্ছতা অভিযান চালানো হয়েছে। তাতেই কেন্দ্রের এখনও পর্যন্ত খরচ হয়ে গিয়েছে ১২০০ কোটি।
পরিস্থিতি দেখে তাই পান বা গুটখার পিক ফেলা বন্ধ করতে পরিবেশবান্ধব পিক ফেলার ছোটো আকারের প্যাকেট বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ইজিস্পিট নামে ওই প্যাকেটগুলি পরিবেশবান্ধব। ছোট আকারের হওয়ায় ওই পিকদানিগুলি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। আর গোটা যাত্রাপথে বারবার সেটি ব্যবহারও করা যাবে।