বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিতে ১৮ বছরের পর থেকে সুরক্ষামূলক ডোজ পাওয়া যাবে ।(ANI) প্রক্রিয়া শুরু আজ থেকেই,, ছবিটি মণিপাল হাসপাতালের। (ANI) পাশাপাশি সরকারের তরফে বিনামূল্য়ে প্রথম এবং দ্বিতীয় ডোজ, স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মী এবং ৬০ বছরের বেশি বয়স্কদের সতর্কতামূলক ডোজ দেওয়া হবে।. (ANI) বেসরকারি টিকাদান কেন্দ্রগুলিতে জোরকদমে টিকাকরণ। (ANI) যাঁরা কো-ভ্য়াকসিন নিয়েছেন তাঁরা তারই সুরক্ষামূলক-ডো়জ বা প্রিকশনারি ডোজ পাবেন। যাঁরা কোভিশিল্ড নিয়েছেন তাঁরাও তারই সুরক্ষামূলক-ডো়জ ডোজ পাবেন। (ANI) ফেডারেশন অফ কর্ণাটক ট্রেডারস্ অ্য়াসোসিয়েশনের পক্ষ থেকে বেঙ্গালুরুতে টিকাদান ক্য়াম্পের আয়োজন করা হয় রবিবার। (ANI) তিলকনগরের টিকাদান কেন্দ্রের ছবি। (ANI)