বিদ্রোহী জওয়ান তেজ বাহাদুর যাদবের মনোনয়ন বাতিল নির্বাচন কমিশনের
- Published by:Ahana Bose
- news18 bangla
Last Updated:
advertisement
২০১৭ সালে বিএসএফে কাজ করার সময় সেনাবাহিনীতে নিকৃষ্ট মানের খাবারের বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন তেজ বাহাদুর । বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার না করে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয় সেনা জওয়ানদের-এই বিষয়টি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলেন তিনি । স্বরাষ্ট্রমন্ত্রক তদন্তের নির্দেশ দেয় ও পরে তাঁকে বিএসএফ থেকে অপসারিত করা হয় ।
advertisement
advertisement