Earthquake in India and Pakistan| ইদের দিনে ভূমিকম্পের কবলে ভারত-পাকিস্তান! ঘুম ভাঙার আগেই ঝটকা রাজস্থান-লাদাখে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Earthquake in India and Pakistan| ইদের সকালে কেঁপে উঠল ভারত পাকিস্তান দুই দেশই। ভারতের বিকানের, লাদাখ মেঘালয়ে তীব্র কম্পন।
ঘুম ভাঙার আগেই তীব্র ঝাঁকুনি। কেঁপে উঠল রাজস্থানের বিকানির শহর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র দেওয়া তথ্য অনুযায়ী, আজ ভোর ৫টা ২৪ মিনিট নাগাদ তীব্র ভূমিকম্প অনুভূত হয় বিকানির অঞ্চলের। ভূমিকম্পের তীব্রতা ছিল রিকটার স্কেলে ৫.৩। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার নীচে। এই ভূকম্পনের উৎস ছিল বিকানির থেকে প্রায় ৩৪৩ কিলোমিটার দূরে। তীব্র আতঙ্কে রাস্তায় নেমে আসে এলাকাবাসী।
advertisement
advertisement
advertisement