Bizarre: বিয়ের ঠিক কয়েক মিনিট বাকি, মণ্ডপ থেকে টেনে হিঁচড়ে নতুন বউকে তুলে নিল পুলিশ, বর যা করলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বাংলা সিরিয়ালের নিয়মিতি দর্শক? নানারকম ট্যুইস্ট অ্যান্ড টার্নে ভরা আপনার প্রত্যেক সন্ধ্যা৷ তাহলে এবার এক সত্যি ঘটনা জেনে নিন৷
বাংলা সিরিয়ালের নিয়মিতি দর্শক? নানারকম ট্যুইস্ট অ্যান্ড টার্নে ভরা আপনার প্রত্যেক সন্ধ্যা৷ তাহলে এবার এক সত্যি ঘটনা জেনে নিন৷ না কোনও অভিনয়ের স্ক্রিপ্ট নয়, কেরলের কোভালামে, রবিবার একেবারে হুলস্থূল কাণ্ড৷ দুই ভিন্ন ধর্মের নারী ও পুরুষ বিয়ে করতে যাচ্ছিলেন৷ গাঁটছড়া বাঁধার জন্য যখন তৈরি ঠিক তার কয়েক মিনিট আগে পুলিশ সেখানে আসে এবং কনেকে জোর করে বরের কাছ থেকে উঠিয়ে নিয়ে যায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, আলফিয়া বলেছেন যে পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়েছিল, সে স্বেচ্ছায় অখিলকে বিয়ে করতে চায়, মেয়েটি তাঁর বিবৃতিতে এও বলে যে সে এক বছরেরও বেশি সময় ধরে অখিলকে চেনে। তাঁর অভিযোগ কায়মকুলাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগ তাঁর বাবা-মা দায়ের করেছিলেন। তার সাফ দাবি তাঁর বাবা-মা চায় না তাঁদের মেয়ে অখিলের সঙ্গে থাকুক৷