Divya Pahuja: মাথায় গুলি করা হয়েছিল গুরুগ্রামের মডেল দিব্যা পাহুজার; ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Divya Pahuja Murder Case: পুলিশ সূত্রে খবর, খুনের প্রায় ১১ দিন পরে তোহানার জাখালের ভাকরা খাল থেকে মডেল দিব্যা পাহুজার দেহ উদ্ধার হয়েছে।
advertisement
আপাতত তাঁর দেহের ময়নাতদন্ত হয়েছে। আর রবিবার আগ্রোহা মেডিক্যাল কলেজে যৌথ ভাবে সেই ময়নাতদন্তের দায়িত্বে ছিল ফতেহাবাদ এবং গুরুগ্রাম পুলিশ। তাতে জানা গিয়েছে যে, ওই মডেলের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মাথায় মিলেছে ঘাতক গুলিটি। চিকিৎসকদের বক্তব্য, ১১ দিন ধরে খালের জলে দেহটি থাকার পরেও তাতে পুরোপুরি ভাবে পচন ধরেনি।
advertisement
পুলিশ সূত্রে খবর, খুনের প্রায় ১১ দিন পরে তোহানার জাখালের ভাকরা খাল থেকে মডেল দিব্যা পাহুজার দেহ উদ্ধার হয়েছে। শনিবার গভীর রাতে আগ্রোহা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছিল দেহটি। পুলিশি পদক্ষেপের পরে রবিবার দিব্যার মৃতদেহের এক্স-রে করা হয়। দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে সেই প্রক্রিয়া। এরপর বিকাল ৪টে নাগাদ দিব্যার দেহ তুলে দেওয়া হয় তাঁর ভাই এবং বোনের হাতে।
advertisement
শেষকৃত্যের জন্য দিব্যার দেহ গুরুগ্রামে নিয়ে গিয়েছেন তাঁর আত্মীয়রা। আগ্রোহা মেডিক্যাল কলেজে চারটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে দিব্যার দেহের ময়নাতদন্ত হয়েছে। আর ওই বোর্ডে ছিলেন ময়নাতদন্ত বিশেষজ্ঞ ডা. মনমোহন এবং ডা. সন্দীপ কালিয়া। ময়নাতদন্তের সময় মৃতার মাথায় পিস্তলের একটি গুলি পাওয়া গিয়েছে। যা বার করা যায়নি। তবে ওই মডেলের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।
advertisement
মডেল দিব্যা পাহুজাকে খুনের পর তাঁর দেহ ভাকরা খালে ছুড়ে ফেলা হয়েছিল। দেহটি ১১ দিন পরে পাওয়া গেলেও এর অবস্থা সম্পূর্ণ স্বাভাবিকই ছিল। ময়নাতদন্ত বিশেষজ্ঞ ডা. সন্দীপ বলেন, দিব্যার মৃতদেহ এত দিন ধরে জলে থাকার ফলে তাতে মারাত্মক ভাবে পচন ধরার কথা। এমনকী পশুদেরও মৃতদেহ খুবলে খাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু দিব্যার মৃতদেহের অতটাও ক্ষতি হয়নি। যার ফলে ময়নাতদন্ত করতে তেমন বেগ পেতে হয়নি। আর ময়নাতদন্তের পরে ইতিমধ্যেই গুরুগ্রাম এবং তোহানা পুলিশ মৃতদেহের ভিসেরা নমুনা সংগ্রহ করে তা মধুবন ল্যাবে পাঠিয়ে দিয়েছে।