Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের নতুন কায়দা খুঁজে পেয়েছে অপরাধীরা, মুম্বইয়ের এই বৃদ্ধার সঙ্গে যা হল! ঘটনা শুনলে চমকে যাবেন আপনিও!

Last Updated:
ডিজিটাল অ্যারেস্টের জাল ক্রমেই বিস্তৃত হচ্ছে আর এই জালে জড়িয়ে পড়ছেন একের পর এক সাধারণ মানুষ। কিছুদিন আগেই মুম্বইয়ের এক বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্ট করে মোটা টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
1/7
এখানেই শেষ নয়। গোটা রাত জুড়ে ক্রমশ ওই ভিকটিমের বিল বাড়ানো হতে থাকে একের পর এক দামি ড্রিঙ্কের অর্ডার দিয়ে এবং শেষমেশ ওই ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করানো হয়। সমস্তটাই ঘটে বার কর্তৃপক্ষের সহায়তায়।
ডিজিটাল অ্যারেস্টের জাল ক্রমেই বিস্তৃত হচ্ছে আর এই জালে জড়িয়ে পড়ছেন একের পর এক সাধারণ মানুষ। কিছুদিন আগেই মুম্বইয়ের এক বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্ট করে মোটা টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। (প্রতীকী ছবি)
advertisement
2/7
Cyber criminal scam Girl outsmarts cyber criminals Momos scam Cyber crime trick Digital scam prevention Scam outsmarted Cyber criminals caught Momos order scam Trickster girl outwits hackers Scammer fooled by girl Momos delivery scam prank Digital arrest scam Cyber fraud bust Scamming cyber criminals
ডিজিটাল অ্যারেস্টের জাল ক্রমেই বিস্তৃত হচ্ছে আর এই জালে জড়িয়ে পড়ছেন একের পর এক সাধারণ মানুষ। কিছুদিন আগেই মুম্বইয়ের এক বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্ট করে মোটা টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। (প্রতীকী ছবি)
advertisement
3/7
শহরের আইন শৃঙ্খলা থেকে ভিড় সামাল দিতে একাধিক সুষ্ঠু পরিকল্পনা নেওয়া হয়েছে। তার সঙ্গে এবার মালদহ জেলা পুলিশের নতুন সংযোজন সাইবার ক্রাইম সচেতনতা। জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ প্রশ্ন উত্তরের ব্যবস্থা করা হয়েছে। সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে থাকবে এই সমস্ত প্রশ্ন উত্তর পর্ব। সঠিক উত্তর দিতে পারলে একদিকে যেমন সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হতে পারবে পাশাপাশি সাইবার ক্রাইম সংক্রান্ত বিষয়ে ধারণা তৈরি হবে।
মুম্বইয়ের ওই বাসিন্দা ৮৬ বছরের বৃদ্ধাকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে প্রতারকরা হাতিয়ে নিল তাঁদের সর্বস্ব। নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দিয়েছিল প্রতারকরা। আর সেই বলেই ২০ কোটি টাকা বৃদ্ধার থেকে নিয়ে নেয় তাঁরা। (প্রতীকী ছবি)
advertisement
4/7
 কিন্তু, ঠিক কী ঘটেছিল, তদন্ত করে পুলিশ জানতে পেরেছে প্রতারকরা প্রথমে ওই মহিলাকে ফোন করে জানায় তাঁর আধার কার্ডে কারচুপি হয়েছে। এই কারচুপির ফলে যে কোনও সময় প্রতারকরা তাঁর থেকে টাকা হাতিয়ে নিতে পারে। (প্রতীকী ছবি)
কিন্তু, ঠিক কী ঘটেছিল, তদন্ত করে পুলিশ জানতে পেরেছে প্রতারকরা প্রথমে ওই মহিলাকে ফোন করে জানায় তাঁর আধার কার্ডে কারচুপি হয়েছে। এই কারচুপির ফলে যে কোনও সময় প্রতারকরা তাঁর থেকে টাকা হাতিয়ে নিতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
5/7
 এরপরেই নানা অছিলায় বৃদ্ধার থেকে তথ্য বের করে নেয় প্রতারকরা। এবং এরফলে তাঁর অ্যাকাউন্টে থাকা ২০ কোটি টাকা সরিয়ে নেয় তাঁরা। বৃদ্ধা যখন তা বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। (প্রতীকী ছবি)
এরপরেই নানা অছিলায় বৃদ্ধার থেকে তথ্য বের করে নেয় প্রতারকরা। এবং এরফলে তাঁর অ্যাকাউন্টে থাকা ২০ কোটি টাকা সরিয়ে নেয় তাঁরা। বৃদ্ধা যখন তা বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
6/7
TRAI প্রধান জানিয়েছেন যে গত ১ মাস ধরে এটি নিয়ে কাজ চলছে। ভারতীয় নেটওয়ার্কগুলিকে এবং ইউজারদের সুরক্ষিত করতে তারা ক্রমাগত নতুন পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু তিনি মনে করি যে নেটওয়ার্ক মেরামত করতে আরও একটু সময় প্রয়োজন। এটি করা হলে ৩১ ডিসেম্বরের সময়সীমা নির্ধারণ করা হতে পারে। অর্থাৎ জানুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এমতাবস্থায় এটি কিছু সময়ের জন্য বাড়ানো যেতে পারে।
বৃদ্ধা এরপরে পুলিশের কাছে যেতে গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনার খোঁজ চালানো হচ্ছে। (প্রতীকী ছবি)
advertisement
7/7
 তদন্তকারীরা জানাচ্ছেন, প্রতারকরা যে ভাবে নিজেদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক পদের শীর্ষকর্তা বলে দাবি করছেন তাতে যে কেউ তাঁদের ফাঁদে পা দিতেই পারেন। তাই ডিজিটাল অ্যারেস্টের নতুন এই কায়দা থেকে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার বার্তাই দেওয়া হচ্ছে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে। (প্রতীকী ছবি)
তদন্তকারীরা জানাচ্ছেন, প্রতারকরা যে ভাবে নিজেদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক পদের শীর্ষকর্তা বলে দাবি করছেন তাতে যে কেউ তাঁদের ফাঁদে পা দিতেই পারেন। তাই ডিজিটাল অ্যারেস্টের নতুন এই কায়দা থেকে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার বার্তাই দেওয়া হচ্ছে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement