1/ 5


সাধারণতন্ত্র দিবসের অশান্তিতে প্রত্যক্ষ মদতে অভিযুক্ত পাঞ্জাবি অভিনেতা দীপ সিধুর খোঁজ দিতে পারলে এক লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। এবার এমনটাই ঘোষণা করল দিল্লি পুলিশ।
2/ 5


দিল্লি পুলিশের তরফে এদিন বলা হয় কেউ যদি দীপ সিধুকে ধরিয়ে দিতে পারেন তবে তাঁকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া জগবীর সিং, বুটা সিং, সুখদেব সিং এবং ইকবাল সিংদের বিষয়ে কোনও তথ্য দিতে পারলে দেওয়া হবে ৫০ হাজার টাকা দেওয়া হবে।
3/ 5


২৬ জানুয়ারি লালকেল্লার বিক্ষোভের পর থেকেই দীপ সিধু বেপাত্তা। তাঁকে শেষবার দেখা গিয়েছিল লালকেল্লায় নিশান সাহিবের পতাকা লাগাতে। একটি সিসিটিভি ফুটেজে দেখা যা. দীপ সাধু মোটর বাইকে উঠে এলাকা ছাড়ছেন।