*সেজে উঠেছে দিল্লি বিমানবন্দরের (Delhi airport ) টার্মিনাল ১ (Terminal 1)। খুব তাড়াতাড়ি যাত্রীদের ব্যবহারের উদেশ্যে তা খুলে দেওয়া হবে, সোমবার এমনটাই জানানো হয়েছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের (Delhi International Airport Limited) তরফে।
2/ 16
*বর্তমানে ওই টার্মিনালে কাজ চলায় অন্তঃর্দেশীয় যাত্রীদের প্রস্থানের জন্য T1(D) বিল্ডিং ব্যবহার করা হচ্ছে এবং প্রবেশের ক্ষেত্রে T1(C) ব্যবহৃত হচ্ছে।
3/ 16
*কর্তৃপক্ষ জানিয়েছে এই C এবং D কয়েকদিনের মধ্যেই সরিয়ে ফেলা হবে। তখন নতুন টার্মিনাল T1 দিয়েই যাত্রীরা যাতায়াত করবেন।
4/ 16
*বিমানবন্দরের প্রশস্তিকরণের প্ল্যানে নতুন টার্মিনালে প্রবেশ এবং প্রস্থানের রাস্তা হবে একই ছাদের নীচে।
5/ 16
*নতুন arrivals terminal হবে ৮,০০০ বর্গমিটারের। তাতে থাকবে চারটি baggage reclaim carousels। Global Leadership in Energy and Environmental Design-র অংশ হিসেবে তৈরি হচ্ছে গ্রিন বিল্ডিং হিসেবে।
6/ 16
*গ্রিন বিল্ডিং প্রজেক্টের অংশ হওয়ায় বিল্ডিংয়ে যথেষ্ট পরিমান সূর্যের আলো প্রবেশের ব্যবস্থা থাকবে, যাতে সহজেই বিদ্যুতের ব্যবহার কমানো যায় (reduce electricity consumption)।
7/ 16
*জানা গিয়েছে টার্মিনালের আলো এবং অন্যান্য যন্ত্রাদি এবং ব্যাগেজ বেল্ট হবে বিদ্যুৎ সাশ্রয়কারী। এ ছাড়াও দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ টার্মিনাল তৈরির জন্য ব্যবহার করেছে পরিবেশ বান্ধব এবং মানব শরীর বান্ধব নানা দ্রব্য।
8/ 16
*নতুন এই টার্মিনাল বছরে ৪০ মিলিয়ান যাত্রী যাতায়াতের উপযোগী। বর্তমানে যেখানে ২০ মিলিয়ান যাত্রী যাতায়াত করতে পারেন। অর্থাৎ নতুন টার্মিনালের ক্ষমা দ্বিগুণ বেশি।
9/ 16
*বর্তমানে পুরনো T1 টার্মিনাল দিয়ে ইন্ডিগো এবং স্পাইসজেটের বিমান ওঠানামা করে। যেটি ১৮ মাস বন্ধ থাকার পরে ২০২১ সালের ১ অক্টোবর থেকে ফের খুলেছে যাত্রীদের জন্য।
10/ 16
*টার্মিনালের বাইরে যে পিক-আপ লেন থাকে, সেটিও বাড়ান হয়েছে যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য। যুক্ত হয়েছে আরও তিনটি লেন। অর্থাৎ, গাড়ির যাতায়াতের জন্য আগে ৮টি লেন থাকলেও, তা বাড়িয়ে ১১ করা হয়েছে।
11/ 16
*ফুডকোর্ট এবং যাত্রীদের অপেক্ষার জন্য যে জায়গা সেটিও আয়তনে বাড়ানো হয়েছে। পার্কিংইয়ের জায়গাও বাড়িয়েছে DIAL।
12/ 16
*দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভবত আগামী সপ্তাহ থেকেই নতুন টার্মিনাল চালু করে দেওয়া হবে। তার জন্য চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি।