রাজনাথ সিংয়ের বড় ঘোষণা, ১০১ জিনিস আর হবে না আমদানি, ভারতীয় সেনার ‘এই’ জিনিস তৈরি হবে দেশেই

Last Updated:
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -র কথা অনুযায়ি ২০১৫ -র এপ্রিলে থেকে ২০২০ অগাস্টের মাঝামাঝি এই সময়ে ৩.৫ লক্ষ কোটি টাকার এই দ্রব্য ভারতীয় সেনার তিনটি বিভাগের জন্য খরচ হয়েছে৷
1/5
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার বড় ঘোষণা করলেন৷ উনি জানিয়েছেন এবার থেকে নিজের পায়ে দাঁড়ানোর পথে আরও একধাপ এগোবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে আত্মনির্ভর হবে ভারত৷ আর সেই পথেই হাঁটবে ভারতীয় সেনা৷ এবার সুরক্ষা সংক্রান্ত বস্তু-র স্বদেশীকরণের ওপর জোর দেওয়া হবে৷ এবার থেকে ১০১ টি প্রতিরক্ষা সংক্রান্ত বস্তুত ভারতেই উৎপাদিত হবে- এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ Photo- File
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার বড় ঘোষণা করলেন৷ উনি জানিয়েছেন এবার থেকে নিজের পায়ে দাঁড়ানোর পথে আরও একধাপ এগোবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে আত্মনির্ভর হবে ভারত৷ আর সেই পথেই হাঁটবে ভারতীয় সেনা৷ এবার সুরক্ষা সংক্রান্ত বস্তু-র স্বদেশীকরণের ওপর জোর দেওয়া হবে৷ এবার থেকে ১০১ টি প্রতিরক্ষা সংক্রান্ত বস্তুত ভারতেই উৎপাদিত হবে- এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ Photo- File
advertisement
2/5
এভাবেই সুরক্ষা দ্রব্য উৎপাদনের পথে একধাক্কায় অনেকটা এগিয়ে গেল ভারত৷ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই স্বদেশীকরণের পথে বড় লাফের সুসংবাদ দিয়েছেন৷ তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী পাঁচ স্তম্ভ - অর্থ ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচর, প্রণালী, ও জনসংখ্যার ভিত্তিতে আত্মনির্ভর হওয়ার দিকে জোর দিয়েছেন৷ এর জন্য বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করেছেন৷ Photo- Twitter
এভাবেই সুরক্ষা দ্রব্য উৎপাদনের পথে একধাক্কায় অনেকটা এগিয়ে গেল ভারত৷ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই স্বদেশীকরণের পথে বড় লাফের সুসংবাদ দিয়েছেন৷ তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী পাঁচ স্তম্ভ - অর্থ ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচর, প্রণালী, ও জনসংখ্যার ভিত্তিতে আত্মনির্ভর হওয়ার দিকে জোর দিয়েছেন৷ এর জন্য বিশেষ আর্থিক প্যাকেজও ঘোষণা করেছেন৷ Photo- Twitter
advertisement
3/5
রাজনাথ সিং আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে সুরক্ষামন্ত্রক ১০১ টি বস্তুর একটি তালিকা তৈরি করেছে৷ এর আমদানিতে প্রতিবন্ধক লাগু করা হবে৷ এটা প্রতিরক্ষা ক্ষেত্রে ভরতকে আত্মনির্ভরতার পথে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ এটা একটা বড় পদক্ষেপ৷ ’ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘এই নির্ণয় ভারতের সুরক্ষা উদ্যোগকে নিজের পায়ে দাঁড়িয়ে বিকশিত হতে সাহায্য করবে৷ যা ভারতের সশস্ত্র সেনাকে নিজেদের ডিজাইনে তৈরি অতি প্রয়োজনীয় প্রতিটা জিনিস তৈরি করতে সাহায্য করবে৷ ডিআর়ডি দ্বারা তৈরি হওয়া ডিজাইন ও প্রযুক্তির ওপর নির্ভর করে যে জিনিসগুলি খুব তুচ্ছ পরিমাণে ভারতে তৈরি হত তার ভারতীয় উৎপাদনের জন্য বড় মঞ্চ দেবে৷ ’Photo- Twitter
রাজনাথ সিং আরও বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সেই আবেদনে সাড়া দিয়ে সুরক্ষামন্ত্রক ১০১ টি বস্তুর একটি তালিকা তৈরি করেছে৷ এর আমদানিতে প্রতিবন্ধক লাগু করা হবে৷ এটা প্রতিরক্ষা ক্ষেত্রে ভরতকে আত্মনির্ভরতার পথে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে৷ এটা একটা বড় পদক্ষেপ৷ ’ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘এই নির্ণয় ভারতের সুরক্ষা উদ্যোগকে নিজের পায়ে দাঁড়িয়ে বিকশিত হতে সাহায্য করবে৷ যা ভারতের সশস্ত্র সেনাকে নিজেদের ডিজাইনে তৈরি অতি প্রয়োজনীয় প্রতিটা জিনিস তৈরি করতে সাহায্য করবে৷ ডিআর়ডি দ্বারা তৈরি হওয়া ডিজাইন ও প্রযুক্তির ওপর নির্ভর করে যে জিনিসগুলি খুব তুচ্ছ পরিমাণে ভারতে তৈরি হত তার ভারতীয় উৎপাদনের জন্য বড় মঞ্চ দেবে৷ ’Photo- Twitter
advertisement
4/5
রাজনাথ সিং জানিয়েছেন ১০১ বস্তু উৎপাদনের যে সূচি তৈরি হয়েছে তা সব দিক থেকেই দেশের জন্য হিতকর৷ এই তালিকা বিভিন্ন শিল্পমহল, ভারতীয় সেনা সকলের সঙ্গে পরামর্শের পরেই নেওয়া হয়েছে৷ এতে ভারতীয় শিল্পমহলের ক্ষমতা বৃদ্ধি -র বড় সুযোগ থাকবে৷Photo- File
রাজনাথ সিং জানিয়েছেন ১০১ বস্তু উৎপাদনের যে সূচি তৈরি হয়েছে তা সব দিক থেকেই দেশের জন্য হিতকর৷ এই তালিকা বিভিন্ন শিল্পমহল, ভারতীয় সেনা সকলের সঙ্গে পরামর্শের পরেই নেওয়া হয়েছে৷ এতে ভারতীয় শিল্পমহলের ক্ষমতা বৃদ্ধি -র বড় সুযোগ থাকবে৷Photo- File
advertisement
5/5
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -র কথা অনুযায়ি ২০১৫ -র এপ্রিলে থেকে ২০২০ অগাস্টের মাঝামাঝি এই সময়ে ৩.৫ লক্ষ কোটি টাকার এই দ্রব্য ভারতীয় সেনার তিনটি বিভাগের জন্য খরচ হয়েছে৷ অনুমান করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে ৬-৭ বছরে ভারতীয় শিল্প উৎপাদকরা ৪ লক্ষ কোটি টাকার বরাত পাবেন৷ তিনি আরও জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে আগামী ৬-৭ বছরে সেনা ও বায়ুসেনার জন্য ১,৩০,০০০ কোটি টাকার উৎপাদিত দ্রব্য প্রস্তুত হবে৷ অন্যদিকে নৌসেনার জন্য ১,৪০,০০০ কোটি টাকার উৎপাদিত দ্রব্য প্রস্তুত হবে৷Photo- File
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -র কথা অনুযায়ি ২০১৫ -র এপ্রিলে থেকে ২০২০ অগাস্টের মাঝামাঝি এই সময়ে ৩.৫ লক্ষ কোটি টাকার এই দ্রব্য ভারতীয় সেনার তিনটি বিভাগের জন্য খরচ হয়েছে৷ অনুমান করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে ৬-৭ বছরে ভারতীয় শিল্প উৎপাদকরা ৪ লক্ষ কোটি টাকার বরাত পাবেন৷ তিনি আরও জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে আগামী ৬-৭ বছরে সেনা ও বায়ুসেনার জন্য ১,৩০,০০০ কোটি টাকার উৎপাদিত দ্রব্য প্রস্তুত হবে৷ অন্যদিকে নৌসেনার জন্য ১,৪০,০০০ কোটি টাকার উৎপাদিত দ্রব্য প্রস্তুত হবে৷Photo- File
advertisement
advertisement
advertisement