পহেলগাঁও হামলার পর চেনাব নদীর জল আটকাল ভারত, ১০ দিনের মধ্যে এবার 'ওয়াটার অ্যাটাক'!
- Published by:Tias Banerjee
Last Updated:
India- Pakistan Water Treaty: চেনাব একটি 'পশ্চিমী' নদী এবং জলচুক্তির শর্তানুযায়ী ভারত এখান থেকে জল ব্যবহার করতে পারে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য, জলপ্রবাহ বন্ধ না রেখেই। এতদিন সেই নিয়ম মেনেই চলছিল ভারত। কিন্তু এখন চিত্র পাল্টেছে। কী হবে এবার?
পহেলগাঁওয়ে ২৬ জন হিন্দু পর্যটকের হত্যার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। সামরিক ও কূটনৈতিক স্তরের পাশাপাশি এবার জল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার বাঁধের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়ঙ্কর জলসঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Representative Image: AI)
advertisement
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের ভয়ঙ্কর হামলার মাত্র ১০ দিনের মধ্যেই ভারত সরকার সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) ভাঙার কথা ঘোষণা করে। এবার চেনাব নদীর জল আটকে তার বাস্তব রূপ দিতে শুরু করল। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদন অনুযায়ী, বাগলিহার হাইড্রো প্রজেক্টের গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে পাকিস্তানে নদীর জল প্রবাহ কার্যত স্তব্ধ হতে বসেছে। (Representative Image: AI)
advertisement
advertisement
advertisement
১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার ৫টি উপনদীর মধ্যে ভারতকে তিনটি (পূর্বের নদী: রবি, বিয়াস, শতদ্রু) এবং পাকিস্তানকে তিনটি (পশ্চিমের নদী: সিন্ধু, ঝেলম, চেনাব) দেওয়া হয়েছিল। ভারতের এক বড় অংশ এই চুক্তিকে দীর্ঘদিন ধরে ভারতের স্বার্থবিরোধী বলে মনে করে এসেছে, বিশেষ করে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর সময়কার 'অতিশয় উদারতা'কে কাঠগড়ায় দাঁড় করিয়ে। (Representative Image: AI)
advertisement
এই সময় ভারতীয় নৌসেনা আরব সাগরে শক্তিশালী সামরিক মহড়া চালাচ্ছে। অন্যদিকে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে ফের উত্তেজক পদক্ষেপ নিচ্ছে। সদ্য পাকিস্তান ‘অব্দালি’ নামক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে, যার পাল্লা ৪৫০ কিমি। কিন্তু ভারতের ‘অগ্নি’ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলি অনেক বেশি ক্ষমতাসম্পন্ন ও সুদূরপাল্লার। (Representative Image: AI)