Heavy Rainfall Alert: এক নয়, জোড়া নিম্নচাপ দুই সাগরে! দক্ষিণে অতি ভারী ঝড়বৃষ্টির তাণ্ডব! কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather: বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে জোড়া নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা। ২২ মে নাগাদ আরব সাগরে, ২৩ মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
advertisement
*ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৩ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা ২৪ মে'র পরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পরবর্তীতে (৩০ মে'র মধ্যে) সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। সংগৃহীত ছবি।
advertisement
*নিম্নচাপের শক্তি বাড়তে হলে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। তার মধ্যে বেশ কয়েকটি শর্তই অনুকূল। ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য সাগরের জলতলের তাপমাত্রা সাধারণত ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস হতে হয়। অন্তত ৫০ মিটার গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা থাকা দরকার। এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে জলতলের তাপমাত্রা রয়েছে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গরম জলই ঘূর্ণিঝড়ের তৈরির সবচেয়ে বড় অস্ত্র। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে ১৯ মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে। একইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময় ১ জুনের একদিন আগে, অর্থাৎ ৩১ মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু। সংগৃহীত ছবি।
advertisement
*আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। আরও বাড়তে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে। এ ছাড়াও, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েক দিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে। তবে সোমবার থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি।