Cyclone Nisarga| শক্তিশালী ঘূর্ণিঝড় নিসর্গ ল্যান্ডফল করবে আগামিকাল, এখন ঠিক কোথায় ও স্পিড কত?
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
নিসর্গের আগমনে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করে হয়ে গিয়েছে৷ মহারাষ্ট্রের উপকূল এলাকা থেকে মানুষকে সরিয়ে নানা পাকিবাড়ি (স্কুল, কলেজ ইত্যাদি)-তে রাখা হচ্ছে৷
আরও এক বুধবার৷ অভিষপ্ত বুধবার বললেও, অত্যুক্তি হয় না৷ দুসপ্তাহ আগের বুধবারে বাংলাকে তছনছ করে দিয়ে যায় সাইক্লোন আমফান৷ এই সপ্তাহের বুধবার ধ্বংসলীলার প্রমাদ গুনছে মহারাষ্ট্র ও গুজরাত৷ ঘূর্ণিঝড়ের নাম নিসর্গ৷ ভারতের হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, নিসর্গ এখনও পর্যন্ত গভীর নিম্নচাপ হিসেবেই রয়েছে৷ খুব শীঘ্রই ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷
advertisement
হাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৬ ঘণ্টায় নিসর্গ ঘূর্ণিঝড়ে পরিণত হবে৷ তারপরের ১২ ঘণ্টায় তা অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে৷ আমফানের মতোই৷ এটি উত্তরের দিকে সরবে, তারপর একটি বাঁক নিয়ে উত্তর-উত্তরপূর্বের দিকে এগিয়ে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপকূল এলাকা পেরবে৷ IMD-র তথ্য অনুসারে, নিসর্গের ল্যান্ডফল অর্থাত্ ভূমিতে আছড়ে পড়বে আলিবাগের কাছাকাছি আগামিকাল অর্থাত্ বুধবার৷
advertisement
advertisement
advertisement