Cyclone Mandous Update: তাণ্ডব করতে তৈরি! সমুদ্রে ফুঁসছে সাইক্লোন, জারি রেড অ্যালার্ট

Last Updated:
Weather Update: সাইক্লোনের কারণে ডিসেম্বরে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু স্থানে ভারী এবং কিছু স্থানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এই প্রবল বৃষ্টির পরিমাণ তামিলনাড়ু, পুদুচেরি, আলাদা আলাদা স্থানে অত্যধিক বৃষ্টি হয়েছে৷
1/9
#নয়াদিল্লি: মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ি তুফান তুলতে তৈরি হয়ে বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন মানদাউস৷ তবে একটাই সুখবর আগে যেখানে আইএমডি এই সাইক্লোনের গাস্টিং স্পিড ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে আশঙ্কা করা হচ্ছিল সেখানে এই ঝড়ের গতিবেগ কমে  এখন ৬৫- থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি হতে পারে৷ Photo Courtesy- Windy / Sattellite Image 
#নয়াদিল্লি: মৌসম বিভাগের ওয়েদার আপডেট অনুযায়ি তুফান তুলতে তৈরি হয়ে বঙ্গোপসাগরে ফুঁসছে সাইক্লোন মানদাউস৷ তবে একটাই সুখবর আগে যেখানে আইএমডি এই সাইক্লোনের গাস্টিং স্পিড ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে আশঙ্কা করা হচ্ছিল সেখানে এই ঝড়ের গতিবেগ কমে  এখন ৬৫- থেকে ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা অবধি হতে পারে৷ Photo Courtesy- Windy / Sattellite Image 
advertisement
2/9
১০ ডিসেম্বর মধ্যরাতে সমুদ্র থেকে স্থলভাগের ওপর আছড়ে পড়বে  Cyclone Mandous৷ ভোররাত অবধি উপকূলভাগে তাণ্ডব চালাবে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া এই সাইক্লোন৷
১০ ডিসেম্বর মধ্যরাতে সমুদ্র থেকে স্থলভাগের ওপর আছড়ে পড়বে  Cyclone Mandous৷ ভোররাত অবধি উপকূলভাগে তাণ্ডব চালাবে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া এই সাইক্লোন৷
advertisement
3/9
তামিলনাড়ু- চেন্নাইতে থাকা স্থানীয় মৌসম বিভাগের দফতরের ওয়েদার আপডেট অনুযায়ি আগামী তিন ঘণ্টার মধ্যে তিরুবল্লুর, চেন্নাই, চেঙ্গলপট্টু, এবং কাঞ্চীপুরম জেলার কিছু এলাকায় জোরে বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷
তামিলনাড়ু- চেন্নাইতে থাকা স্থানীয় মৌসম বিভাগের দফতরের ওয়েদার আপডেট অনুযায়ি আগামী তিন ঘণ্টার মধ্যে তিরুবল্লুর, চেন্নাই, চেঙ্গলপট্টু, এবং কাঞ্চীপুরম জেলার কিছু এলাকায় জোরে বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে৷
advertisement
4/9
সাইক্লোন মনদাউস খতরনাক তুফানের জেরে ৩ জেলা চেঙ্গালপট্টু, বিলুপুরম, কাঞ্চিপুরমকে রেড অ্যালার্টে রাখা হয়েছে৷ তার জেরে স্কুল -কলেজ বন্ধ রাখা হয়েছে৷
সাইক্লোন মনদাউস খতরনাক তুফানের জেরে ৩ জেলা চেঙ্গালপট্টু, বিলুপুরম, কাঞ্চিপুরমকে রেড অ্যালার্টে রাখা হয়েছে৷ তার জেরে স্কুল -কলেজ বন্ধ রাখা হয়েছে৷
advertisement
5/9
অন্ধ্রপ্রদেশ মৌসম বিভাগ কেন্দ্র অনুযায়ি, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম খাঁড়ির ওপরের ফুঁসছে৷ গত ৬ ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম -উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷
অন্ধ্রপ্রদেশ মৌসম বিভাগ কেন্দ্র অনুযায়ি, বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম খাঁড়ির ওপরের ফুঁসছে৷ গত ৬ ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পশ্চিম -উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷
advertisement
6/9
সাইক্লোনের পশ্চিম -উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷ আজ মধ্যরাত্রিতে চেন্নাই, মহাবলীপুরম, পুদুচেরী . শ্রীহরিকোটা উত্তর তামিলনাড়ু, পুদুচেরি, আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশের তটভূমি পার করেছে৷ এই সময়ে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে এবং প্রবল বৃষ্টি হবে৷
সাইক্লোনের পশ্চিম -উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে৷ আজ মধ্যরাত্রিতে চেন্নাই, মহাবলীপুরম, পুদুচেরী . শ্রীহরিকোটা উত্তর তামিলনাড়ু, পুদুচেরি, আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশের তটভূমি পার করেছে৷ এই সময়ে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে এবং প্রবল বৃষ্টি হবে৷
advertisement
7/9
তামিলনাড়ু সরকারের অনুযায়ি রাষ্ট্রীয় আপৎকালীন সংস্থা (এনডিআরএফ) এবং রাজ্যের আপৎকালীন সংস্থা ৪০০ কর্মীকে নিয়ে তৈরি ১২ টি দলকে মোতায়েন করা হয়েছে৷ এর জেরে শুক্রবার স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে৷
তামিলনাড়ু সরকারের অনুযায়ি রাষ্ট্রীয় আপৎকালীন সংস্থা (এনডিআরএফ) এবং রাজ্যের আপৎকালীন সংস্থা ৪০০ কর্মীকে নিয়ে তৈরি ১২ টি দলকে মোতায়েন করা হয়েছে৷ এর জেরে শুক্রবার স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে৷
advertisement
8/9
আইএমডি নিজের লেটেস্ট ওয়েদার আপডেট বুলেটিনে জানিয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম খাঁড়িতে  Cyclone Mandous এগিয়ে চলেছে৷ এই মুহূর্তে চেন্নাইয়ের থেকে পূর্ব-দক্ষিণ পূর্বে ৪৮০ কিলোমিটার এবং করাইকল থেকে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে৷
আইএমডি নিজের লেটেস্ট ওয়েদার আপডেট বুলেটিনে জানিয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম খাঁড়িতে  Cyclone Mandous এগিয়ে চলেছে৷ এই মুহূর্তে চেন্নাইয়ের থেকে পূর্ব-দক্ষিণ পূর্বে ৪৮০ কিলোমিটার এবং করাইকল থেকে ৩৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে৷
advertisement
9/9
সাইক্লোনের কারণে ডিসেম্বরে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু স্থানে ভারী এবং কিছু স্থানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এই প্রবল বৃষ্টির পরিমাণ তামিলনাড়ু, পুদুচেরি, আলাদা আলাদা স্থানে অত্যধিক বৃষ্টি হয়েছে৷
সাইক্লোনের কারণে ডিসেম্বরে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু স্থানে ভারী এবং কিছু স্থানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এই প্রবল বৃষ্টির পরিমাণ তামিলনাড়ু, পুদুচেরি, আলাদা আলাদা স্থানে অত্যধিক বৃষ্টি হয়েছে৷
advertisement
advertisement
advertisement