Cyclone Biparjoy Latest Update: ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে সাইক্লোন 'বিপর্যয়', শুরু হয়ে গিয়েছে তাণ্ডবলীলা, সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছে মৌসম ভবন
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Cyclone Biparjoy latest forecast: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! আরব সাগর থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের প্রভাব আগামী চারদিন পর্যন্ত ডুঙ্গরপুর জেলায় ওপর কার্যকর থাকবে। বুধবার রাত থেকে তার প্রভাব শুরু হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
*আজ ১৫ জুন এই ঘূর্ণিঝড় গুজরাতের কচ্ছ জেলায় পৌঁছবে। তার প্রভাব পড়বে কচ্ছ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত। ডুঙ্গরপুর, বাঁশওয়ারা, ডুঙ্গরপুর জেলার গুজরাট সীমান্ত সংলগ্ন অঞ্চল এবং গুজরাতের অন্যান্য এলাকাতে ঝড়ের প্রভাবে ১৪ জুন থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। এই সব এলাকায় ১৫ এবং ১৬ জুন ঝড়ের প্রভাব বেশি থাকবে। ফাইল ছবি।
advertisement
*আজ ১৫ জুন এই ঘূর্ণিঝড় গুজরাতের কচ্ছ জেলায় পৌঁছবে। তার প্রভাব পড়বে কচ্ছ থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত। ডুঙ্গরপুর, বাঁশওয়ারা, ডুঙ্গরপুর জেলার গুজরাট সীমান্ত সংলগ্ন অঞ্চল এবং গুজরাতের অন্যান্য এলাকাতে ঝড়ের প্রভাবে ১৪ জুন থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। এই সব এলাকায় ১৫ এবং ১৬ জুন ঝড়ের প্রভাব বেশি থাকবে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement