Cyclone Biparjoy: কোথায় আছড়ে পড়বে ‘বিপর্যয়’? কোথায় তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড়? জানুন কী কী সতর্কতা নেওয়া হয়েছে

Last Updated:
Cyclone Biparjoy: এখনও আরবসাগরের বুকে বিরাজ করা ঝড়টি এগিয়ে চলেছে ক্রমশ উত্তরমুখী হয়ে
1/6
আরবসাগরের বুকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ‘বিপর্যয়’৷ বাংলাদেশের নামকরণ করা এই প্রাকৃতিক দুর্যোগ কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাতের উপর প্রভাব ফেলবে বলে ধারণা আবহবিজ্ঞানীদের৷
আরবসাগরের বুকে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে ‘বিপর্যয়’৷ বাংলাদেশের নামকরণ করা এই প্রাকৃতিক দুর্যোগ কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাতের উপর প্রভাব ফেলবে বলে ধারণা আবহবিজ্ঞানীদের৷
advertisement
2/6
এখনও আরবসাগরের বুকে বিরাজ করা ঝড়টি এগিয়ে চলেছে ক্রমশ উত্তরমুখী হয়ে৷ আবহবিদদের ধারণা, ১৫ জুন নাগাদ গুজরাতের সৌরাষ্ট্র এবং কচ্ছ জেলার উপকূলবর্তী অংশে তাণ্ডব চালিয়ে বিপর্যয় এগিয়ে যাবে পাকিস্তানের দিকে৷
এখনও আরবসাগরের বুকে বিরাজ করা ঝড়টি এগিয়ে চলেছে ক্রমশ উত্তরমুখী হয়ে৷ আবহবিদদের ধারণা, ১৫ জুন নাগাদ গুজরাতের সৌরাষ্ট্র এবং কচ্ছ জেলার উপকূলবর্তী অংশে তাণ্ডব চালিয়ে বিপর্যয় এগিয়ে যাবে পাকিস্তানের দিকে৷
advertisement
3/6
আবহাওয়া অফিসের ধারণা, আগামি ৫ দিন গুজরাতে ঝড়বৃষ্টি ও বজ্রপাত হবে৷ সঙ্গে বয়ে যাবে ঝোড়ো বাতাস৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুজরাতের ভালসাদের জনপ্রিয় তিথাল সৈকতে সতর্কতা জারি করা হয়েছে৷
আবহাওয়া অফিসের ধারণা, আগামি ৫ দিন গুজরাতে ঝড়বৃষ্টি ও বজ্রপাত হবে৷ সঙ্গে বয়ে যাবে ঝোড়ো বাতাস৷ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুজরাতের ভালসাদের জনপ্রিয় তিথাল সৈকতে সতর্কতা জারি করা হয়েছে৷
advertisement
4/6
তিথাল সৈকতে আপাতত ১৪ জুন পর্যন্ত পর্যটকদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন৷ মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ সমুদ্র বন্দরগুলিতে সতর্কতা জারি করা হয়েছে৷ মাঝ সমুদ্রে থাকা জাহাজগুলিকে সতর্কবার্তা পাঠানো হবে প্রয়োজনে৷
তিথাল সৈকতে আপাতত ১৪ জুন পর্যন্ত পর্যটকদের যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন৷ মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ সমুদ্র বন্দরগুলিতে সতর্কতা জারি করা হয়েছে৷ মাঝ সমুদ্রে থাকা জাহাজগুলিকে সতর্কবার্তা পাঠানো হবে প্রয়োজনে৷
advertisement
5/6
‘বিপর্যয়’ এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ পাকিস্তানেও৷ সিন্ধু ও বালোচিস্তান প্রদেশকে সতর্ক থাকতে বলা হয়েছে৷ সিন্ধু ও মাকরানের উপকূলে মঙ্গলবার, ১৩ জুন থেকে ঝড়বৃষ্টি হতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের৷
‘বিপর্যয়’ এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ পাকিস্তানেও৷ সিন্ধু ও বালোচিস্তান প্রদেশকে সতর্ক থাকতে বলা হয়েছে৷ সিন্ধু ও মাকরানের উপকূলে মঙ্গলবার, ১৩ জুন থেকে ঝড়বৃষ্টি হতে পারে বলে ধারণা বিজ্ঞানীদের৷
advertisement
6/6
‘বিপর্যয়’-এর কবল থেকে বাঁচতে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদেরও ফিরে আসতে বলা হয়েছে প্রশাসনের তরফে৷
‘বিপর্যয়’-এর কবল থেকে বাঁচতে গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদেরও ফিরে আসতে বলা হয়েছে প্রশাসনের তরফে৷
advertisement
advertisement
advertisement