Cyclone Biparjoy: দানবের মতো ফুঁসছে সমুদ্র, আজ সন্ধ্যা গড়ালেই আছড়ে পড়বে সাইক্লোন বিপর্যয়, কোন পথে চলবে তাণ্ডব? 

Last Updated:
Cyclone Biparjoy latest update: গুজরাতের জাখাউ পোর্ট থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাইক্লোন বিপর্যয়। ইতিমধ্যেই সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে। শুরু হয়ে গিয়েছে ঝড়ের তাণ্ডব।
1/10
*দৈত্যের মতো ফুঁসছে সমুদ্র, আজ বিকেলের মধ্যেই উপকূলে আছড়ে পড়বে সাইক্লোন বিপর্যয়। শেষ পাওয়া তথ্যানুসারে, গুজরাতের জাখাউ পোর্ট থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে বিপর্যয়। ইতিমধ্যেই সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে।
*দৈত্যের মতো ফুঁসছে সমুদ্র, আজ বিকেলের মধ্যেই উপকূলে আছড়ে পড়বে সাইক্লোন বিপর্যয়। শেষ পাওয়া তথ্যানুসারে, গুজরাতের জাখাউ পোর্ট থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে বিপর্যয়। ইতিমধ্যেই সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে লাল সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
2/10
*এ দিন সকাল থেকে গুজরাতের পরিবেশ প্রতিকূল। গুজরাতের মাণ্ডবীতে উত্তাল ছিল সমুদ্র। তীব্র বেগে ঝোড়ো হাওয়া বইছে দিনভর। গুজরাতের এই বিপর্যয় মোকাবিলা হবে কীভাবে, তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, মনসুখ মাণ্ডব্য, রাজনাথ সিং, নির্মলা সীতারমণ ইতিমধ্যেই জরুরি বৈঠক করেছেন।  
*এ দিন সকাল থেকে গুজরাতের পরিবেশ প্রতিকূল। গুজরাতের মাণ্ডবীতে উত্তাল ছিল সমুদ্র। তীব্র বেগে ঝোড়ো হাওয়া বইছে দিনভর। গুজরাতের এই বিপর্যয় মোকাবিলা হবে কীভাবে, তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, মনসুখ মাণ্ডব্য, রাজনাথ সিং, নির্মলা সীতারমণ ইতিমধ্যেই জরুরি বৈঠক করেছেন।  
advertisement
3/10
*সাইক্লোন যত এগিয়ে আসছে, ততই উত্তাল হচ্ছে সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে। প্রশাসনের পক্ষ থেকে মাইকে বারে বারে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। সমুদ্রের বেশ কিছু অংশের মধ্যেই যেতে দেওয়া হচ্ছে না কাউকে। 
*সাইক্লোন যত এগিয়ে আসছে, ততই উত্তাল হচ্ছে সমুদ্র। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রের তীরে। প্রশাসনের পক্ষ থেকে মাইকে বারে বারে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। সমুদ্রের বেশ কিছু অংশের মধ্যেই যেতে দেওয়া হচ্ছে না কাউকে। 
advertisement
4/10
*গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও পরিস্থিতির ওপরে সর্বক্ষণ নজর রাখছেন। বিপর্যয়ের তাণ্ডবের আশঙ্কায় ইতিমধ্যেই ৭৬টি ট্রেন বাতিল করা হয়েছে।
*গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও পরিস্থিতির ওপরে সর্বক্ষণ নজর রাখছেন। বিপর্যয়ের তাণ্ডবের আশঙ্কায় ইতিমধ্যেই ৭৬টি ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
5/10
*ইতিমধ্যেইউ শুরু হয়ে গিয়েছে ঝড়ের তাণ্ডব। বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন একাধিক এলাকা। 
*ইতিমধ্যেইউ শুরু হয়ে গিয়েছে ঝড়ের তাণ্ডব। বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎহীন একাধিক এলাকা। 
advertisement
6/10
*মৌসম ভবনের তরফে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-র ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে। ওই সময় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে স্থলভাগে ঢোকার পর ধীরে ধীরে শক্তি হারাবে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। ঝড়ের বেগ কমে আসবে ১৩৫ থেকে ১২০ কিলোমিটারে।
*মৌসম ভবনের তরফে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'-র ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হবে। ওই সময় হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিলোমিটার। তবে স্থলভাগে ঢোকার পর ধীরে ধীরে শক্তি হারাবে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'। ঝড়ের বেগ কমে আসবে ১৩৫ থেকে ১২০ কিলোমিটারে।
advertisement
7/10
*গুজরাট উপকূলের ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'? আবহাওয়া দফতর জানিয়েছেন, সৌরাষ্ট্র ও কচ্ছর উপর দিয়ে বয়ে যাবে ঝড়। পাকিস্তানের বন্দর শহর করাচি ও গুজরাটের মান্ডবীর মাঝে পশ্চিম ভারতের জাখাউ বন্দরের কাছে হবে ল্যান্ডফল। ফলে গুজরাট উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে এর প্রভাব দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
*গুজরাট উপকূলের ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'বিপর্যয়'? আবহাওয়া দফতর জানিয়েছেন, সৌরাষ্ট্র ও কচ্ছর উপর দিয়ে বয়ে যাবে ঝড়। পাকিস্তানের বন্দর শহর করাচি ও গুজরাটের মান্ডবীর মাঝে পশ্চিম ভারতের জাখাউ বন্দরের কাছে হবে ল্যান্ডফল। ফলে গুজরাট উপকূলের বিস্তীর্ণ এলাকাজুড়ে এর প্রভাব দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
advertisement
8/10
*গুজরাটের মোট ১১টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হবে সৌরাষ্ট্র, পোরবন্দর, মারভি ও কচ্ছতে। সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বন্ধ রাখা হয়েছে দ্বারকাধীশ মন্দির।
*গুজরাটের মোট ১১টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হবে সৌরাষ্ট্র, পোরবন্দর, মারভি ও কচ্ছতে। সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বন্ধ রাখা হয়েছে দ্বারকাধীশ মন্দির।
advertisement
9/10
*বিপর্যয়ের তাণ্ডবের আসঙ্কায় উপকূলবর্তী 8 জেলার মোট ৭৪৩৪৫ জনকে ইতিমধ্যেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র কচ্ছ থেকেই ৩৪,৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়। 
*বিপর্যয়ের তাণ্ডবের আসঙ্কায় উপকূলবর্তী 8 জেলার মোট ৭৪৩৪৫ জনকে ইতিমধ্যেই অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। শুধুমাত্র কচ্ছ থেকেই ৩৪,৩০০ জনকে সরিয়ে নেওয়া হয়। 
advertisement
10/10
*জামনগর থেকে ১০ হাজার,মোরবিতে ৯২৩৪ জন, রাজকোটে ৬০৮৯, দেবভূমি দ্বারকা থেকে ৪৬০৪ ,জুনাগড়ে ৩৪৯৬, পোরবন্দর জেলায় এবং গির, সোমনাথ জেলায় ১৬০৫ জনকে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে গুজরাত সরকার।
*জামনগর থেকে ১০ হাজার,মোরবিতে ৯২৩৪ জন, রাজকোটে ৬০৮৯, দেবভূমি দ্বারকা থেকে ৪৬০৪ ,জুনাগড়ে ৩৪৯৬, পোরবন্দর জেলায় এবং গির, সোমনাথ জেলায় ১৬০৫ জনকে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে গুজরাত সরকার।
advertisement
advertisement
advertisement