Cyclone Alert: দুই সাগরেই যেন চরম তোলপাড়, কোথায় আগে তৈরি হবে সাইক্লোন, লেটেস্ট আপডেট

Last Updated:
Cyclone Alert: দুই সাগরেই তোলপাড় করবে দুই সাইক্লোন, আইএমডির মেগা আপডেট
1/9
আগেই ইউরোপিয়ান ওয়েদার সংস্থা জানিয়ে দিয়েছিল পরপর তিনটি সাইক্লোন একে একে ঝাঁপিয়ে পড়বে ভূভাগে৷ বঙ্গোপসাগর ও আরবসাগরে সাইক্লোন তৈরির প্রক্রিয়া নিয়ে মুখ খুলল আইএমডি৷
আগেই ইউরোপিয়ান ওয়েদার সংস্থা জানিয়ে দিয়েছিল পরপর তিনটি সাইক্লোন একে একে ঝাঁপিয়ে পড়বে ভূভাগে৷ বঙ্গোপসাগর ও আরবসাগরে সাইক্লোন তৈরির প্রক্রিয়া নিয়ে মুখ খুলল আইএমডি৷
advertisement
2/9
আইএমডি- র পূর্বাভাস অনুযায়ি ৫ জুন দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন৷ যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে৷ এরপরেই সমুদ্রের ওপরেই শক্তিবৃদ্ধি করে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল৷ Photo Courtesy- IMD/ Satellite Image
আইএমডি- র পূর্বাভাস অনুযায়ি ৫ জুন দক্ষিণ পূর্ব আরব সাগরে তৈরি হচ্ছে সাইক্লোনিক সার্কুলেশন৷ যা আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে৷ এরপরেই সমুদ্রের ওপরেই শক্তিবৃদ্ধি করে সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল৷ Photo Courtesy- IMD/ Satellite Image
advertisement
3/9
এদিকে শুধু আরব সাগর নয়, বঙ্গোপসাগরেও সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে৷ এই মুহূর্তে সেটি মায়নমারের উপকূলভূমির কাছে তৈরি হচ্ছে৷
এদিকে শুধু আরব সাগর নয়, বঙ্গোপসাগরেও সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে মধ্য ট্রপোস্ফিয়ার স্তরে৷ এই মুহূর্তে সেটি মায়নমারের উপকূলভূমির কাছে তৈরি হচ্ছে৷
advertisement
4/9
এই সাইক্লোনটি তৈরি হতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল বিদেশি আবহাওয়া সংস্থা৷ এবার কোন সাগরে তৈরি হবে বিপর্যয় আর কোন সাগরে তৈরি হবে তেজ তা নিয়েও তাই শুরু হয়েছে জল্পনা৷
এই সাইক্লোনটি তৈরি হতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল বিদেশি আবহাওয়া সংস্থা৷ এবার কোন সাগরে তৈরি হবে বিপর্যয় আর কোন সাগরে তৈরি হবে তেজ তা নিয়েও তাই শুরু হয়েছে জল্পনা৷
advertisement
5/9
আসলে বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হওয়ার ভিত্তিতে সাইক্লোনের নাম নির্ভর করছে না৷ কারণ সাইক্লোনের নাম বহু আগেই ঠিক হয়ে থাকে৷ তাই আরব সাগর বা বঙ্গোপসাগর যেখানেই আগে সাইক্লোনটি তৈরি হবে সেখানের সাইক্লোনের নাম হবে বিপর্যয়৷
আসলে বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হওয়ার ভিত্তিতে সাইক্লোনের নাম নির্ভর করছে না৷ কারণ সাইক্লোনের নাম বহু আগেই ঠিক হয়ে থাকে৷ তাই আরব সাগর বা বঙ্গোপসাগর যেখানেই আগে সাইক্লোনটি তৈরি হবে সেখানের সাইক্লোনের নাম হবে বিপর্যয়৷
advertisement
6/9
প্রাথমিকভাবে ধারণা ছিল বাংলাদেশের দেওয়া নামের এই সাইক্লোনটি বঙ্গোপসাগরে তৈরি হবে৷ যার নিশানায় থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ৷
প্রাথমিকভাবে ধারণা ছিল বাংলাদেশের দেওয়া নামের এই সাইক্লোনটি বঙ্গোপসাগরে তৈরি হবে৷ যার নিশানায় থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ৷
advertisement
7/9
কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আরব সাগরের ওপর তৈরি হওয়া সাইক্লোনটিই আগে তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে৷ সেক্ষেত্রে আরব সাগরের এই সাইক্লোনই বিপর্যয় নামটি পেতে পারে৷
কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আরব সাগরের ওপর তৈরি হওয়া সাইক্লোনটিই আগে তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে৷ সেক্ষেত্রে আরব সাগরের এই সাইক্লোনই বিপর্যয় নামটি পেতে পারে৷
advertisement
8/9
অন্যদিকে বঙ্গোপসাগরের ওপরের সাইক্লোনিক সার্কুলেশনটি যদি সাইক্লোনে পরিণত হয় সেক্ষেত্রে সেই সাইক্লোনটির নাম হবে তেজ৷
অন্যদিকে বঙ্গোপসাগরের ওপরের সাইক্লোনিক সার্কুলেশনটি যদি সাইক্লোনে পরিণত হয় সেক্ষেত্রে সেই সাইক্লোনটির নাম হবে তেজ৷
advertisement
9/9
আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোনটি মূলত মহারাষ্ট্র, গুজরাতে এই সাইক্লোনের অভিঘাত আছড়ে পড়বে৷
আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোনটি মূলত মহারাষ্ট্র, গুজরাতে এই সাইক্লোনের অভিঘাত আছড়ে পড়বে৷
advertisement
advertisement
advertisement