Lockdown 3.0: নির্দেশিকা জারি করল কেন্দ্র, রেড জোনে কী কী খোলা থাকবে, জেনে নিন এক ঝলকে

Last Updated:
সব রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলকে লকডাউন নির্দেশিকা কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
1/11
ঘরবন্দি দশা এখনই কাটছে না। ৪ মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন দেশ। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের। রেড, অরেঞ্জ ও গ্রিন - জোন ধরে লকডাউনের নির্দেশিকা বেঁধে দিল মোদি সরকার। কনটেইমেন্ট জোনে সবচেয়ে বেশি কড়াকড়ি। রেড জোনের জন্যও কড়া লকডাউন নির্দেশিকা।
ঘরবন্দি দশা এখনই কাটছে না। ৪ মে থেকে আরও ১৪ দিনের জন্য লকডাউন দেশ। ১৭ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা কেন্দ্রের। রেড, অরেঞ্জ ও গ্রিন - জোন ধরে লকডাউনের নির্দেশিকা বেঁধে দিল মোদি সরকার। কনটেইমেন্ট জোনে সবচেয়ে বেশি কড়াকড়ি। রেড জোনের জন্যও কড়া লকডাউন নির্দেশিকা।
advertisement
2/11
তৃতীয় দফায় আরও ১৪ দিনের লকডাউন। দেশে করোনার পরিস্থিতি খতিয়ে দেখেই লকডাউন নিয়ে নির্দেশিকা প্রকাশ করল মোদি সরকার। দেশজুড়ে বেশ কিছু পরিষেবা বন্ধই থাকছে। কনটেইনমেন্ট জোন ও রেড জোনে লকডাউনে বেশি কড়াকড়ি।
তৃতীয় দফায় আরও ১৪ দিনের লকডাউন। দেশে করোনার পরিস্থিতি খতিয়ে দেখেই লকডাউন নিয়ে নির্দেশিকা প্রকাশ করল মোদি সরকার। দেশজুড়ে বেশ কিছু পরিষেবা বন্ধই থাকছে। কনটেইনমেন্ট জোন ও রেড জোনে লকডাউনে বেশি কড়াকড়ি।
advertisement
3/11
শর্তসাপেক্ষে চালানো যাবে ব্যক্তিগত গাড়ি, ৪ চাকার গাড়িতে চালক সহ ৩ জনের বেশি নয় । অনুমতি নিয়ে টু-হুইলার চালানো যাবে, পিছনে অন্য কাউকে বসানো যাবে না
শর্তসাপেক্ষে চালানো যাবে ব্যক্তিগত গাড়ি, ৪ চাকার গাড়িতে চালক সহ ৩ জনের বেশি নয় । অনুমতি নিয়ে টু-হুইলার চালানো যাবে, পিছনে অন্য কাউকে বসানো যাবে না
advertisement
4/11
শুধুমাত্র জরুরি প্রয়োজনে ছাড় মিলবে। রেজিস্ট্রেশন রয়েছে এমন ছোট দোকান খোলা থাকবে
শুধুমাত্র জরুরি প্রয়োজনে ছাড় মিলবে। রেজিস্ট্রেশন রয়েছে এমন ছোট দোকান খোলা থাকবে
advertisement
5/11
শর্তসাপেক্ষে খোলা যাবে শিল্প এলাকা, উৎপাদনের ইউনিট
শর্তসাপেক্ষে খোলা যাবে শিল্প এলাকা, উৎপাদনের ইউনিট
advertisement
6/11
নবায়নযোগ্য শক্তি যেমন সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার নির্মাণের অনুমতি
নবায়নযোগ্য শক্তি যেমন সোলার পাওয়ার, উইন্ড পাওয়ার নির্মাণের অনুমতি
advertisement
7/11
বেসরকারি অফিস ৩৩ শতাংশ কর্মী নিয়ে খোলার অনুমতি। ডেপুটি সেক্রেটারি ও সিনিয়র অফিসাররা দফতরে যাবেন ।  বাকি কর্মীদের ৩৩ শতাংশ নিয়ে সরকারি অফিস চলবে
বেসরকারি অফিস ৩৩ শতাংশ কর্মী নিয়ে খোলার অনুমতি। ডেপুটি সেক্রেটারি ও সিনিয়র অফিসাররা দফতরে যাবেন । বাকি কর্মীদের ৩৩ শতাংশ নিয়ে সরকারি অফিস চলবে
advertisement
8/11
ব্যাংক, এনবিএসসি, ইনস্যুরেন্স কোম্পানি খোলার অনুমতি।
ব্যাংক, এনবিএসসি, ইনস্যুরেন্স কোম্পানি খোলার অনুমতি।
advertisement
9/11
রেড জোনে প্রয়োজনীয় সামগ্রীর অনলাইন ডেলিভারি হবে। মনরেগা’র কাজে অনুমতি দেওয়া হয়েছে।
রেড জোনে প্রয়োজনীয় সামগ্রীর অনলাইন ডেলিভারি হবে। মনরেগা’র কাজে অনুমতি দেওয়া হয়েছে।
advertisement
10/11
গ্রামীণ এলাকার রেড জোনে নির্মাণ কাজে অনুমতি। গ্রামীণ এলাকায় সমস্ত দোকান খোলার অনুমতি। কৃষি সম্বন্ধিত কাজের অনুমতি। স্বাস্থ পরিষেবা চালু থাকবে।
গ্রামীণ এলাকার রেড জোনে নির্মাণ কাজে অনুমতি। গ্রামীণ এলাকায় সমস্ত দোকান খোলার অনুমতি। কৃষি সম্বন্ধিত কাজের অনুমতি। স্বাস্থ পরিষেবা চালু থাকবে।
advertisement
11/11
ব্যাংক, এনবিএসসি, ইনস্যুরেন্স কোম্পানি খোলার অনুমতি। ডাকঘরের কাজে অনুমতি।
ব্যাংক, এনবিএসসি, ইনস্যুরেন্স কোম্পানি খোলার অনুমতি। ডাকঘরের কাজে অনুমতি।
advertisement
advertisement
advertisement