হাসপাতালেই কোভিড আক্রান্ত নাবালিকাকে ধর্ষণ করল চিকিৎসাধীন অন্য ২ করোনা রোগী
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
দক্ষিণ দিল্লির কোভিড-১৯ কেয়ার সেন্টারে ভর্তি থাকা করোনা সংক্রমিত অসুস্থ নাবালিকাকে ধর্ষণ, এই নক্কারজনক অপরাধ করে ওই হাসপাতালে ভর্তি থাকা অন্য দুই করোনা রোগী! ধর্ষণের গোটা ভিডিও মোবাইলে রেকর্ড-ও করে তারা
পাশবিক! কোভিড সেন্টারে করোনা আক্রান্ত নাবালিকাকে ধর্ষণ! অভিযোগ, ওই সেন্টারে ভর্তি থাকা অন্য দুই করোনা আক্রান্ত যুবক ধর্ষণ করে নাবালিকাকে! এখানেই শেষ নয়, ধর্ষণ করার পুরো ভিডিও রেকর্ড করে ২ অভিযুক্ত! POCSO অ্যাক্টে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ, গ্রেফতার করা হয়েছে ২ অভিযুক্তকে। Representative Image
advertisement
advertisement
বাথরুমের ভিতরেই দুই যুবকের মধ্যে একজন ধর্ষণ করে নাবালিকাকে, অরেকজন সেই ধর্ষণের ভিডিও রেকর্ড করতে থাকে মোবাইল ফোনে। মুখ খুললে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় নাবালিকাকে। দেশের সবচেয়ে বড় কোভিড সেন্টারে এমন ঘটনায় শিহরিত দেশের নাগরিক! ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ এই করোনা সেন্টারের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সেন্টারে রয়েছে ১০ হাজার ২০০ করোনা বেড রয়েছে। Representative Image
advertisement
advertisement