'২১ দিনে কাজ হবে না' ! ভারতে কতদিন লকডাউন প্রয়োজন? জানিয়ে দিলেন গবেষকরা

Last Updated:
বিশেষ সমীক্ষা করে, হিসেব কষে ফল জানালেন কেমব্রিজের গবেষকেরা
1/5
বিশ্বজুড়ে করোনা ত্রাস! ভারতেও ভয়াবহ আকার নিয়েছে করোনা! সংক্রমণ রুখতে একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়ি থেকে না বেড়নো! কাজেই গোটা দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
বিশ্বজুড়ে করোনা ত্রাস! ভারতেও ভয়াবহ আকার নিয়েছে করোনা! সংক্রমণ রুখতে একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, বাড়ি থেকে না বেড়নো! কাজেই গোটা দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
advertisement
2/5
১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। কিন্তু বর্তমান সমীক্ষা বলছে ২১ দিনের লকডাউন-এ কাজ হবে না! ভারতে করোনা আতঙ্ক রুখতে বাড়াতে হবে লকডাউন।
১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। কিন্তু বর্তমান সমীক্ষা বলছে ২১ দিনের লকডাউন-এ কাজ হবে না! ভারতে করোনা আতঙ্ক রুখতে বাড়াতে হবে লকডাউন।
advertisement
3/5
কেমব্রিজের Department of Applied Mathematics and Theoretical Physics-এর গবেষক রাজেশ সিং ও আর অধিকারী সম্প্রতি একটি সমীক্ষা করেন, যেখানে তাঁরা বলছেন লকডাউন ২১ দিনের হলে, করোনার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। Representational Image
কেমব্রিজের Department of Applied Mathematics and Theoretical Physics-এর গবেষক রাজেশ সিং ও আর অধিকারী সম্প্রতি একটি সমীক্ষা করেন, যেখানে তাঁরা বলছেন লকডাউন ২১ দিনের হলে, করোনার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। Representational Image
advertisement
4/5
গবেষকদের মত, ২১ দিনের লকডাউনের পর ৫ দিনের একটা বিরতি, তারপর ফের ২৮ দিনের লকডাউন হলেও করোনার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
গবেষকদের মত, ২১ দিনের লকডাউনের পর ৫ দিনের একটা বিরতি, তারপর ফের ২৮ দিনের লকডাউন হলেও করোনার ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
 গবেষকরা একটি সমীক্ষা করেছেন, যেখানে বলা হচ্ছে ২১ দিনের লকডাউনের পর, ৫ দিনের বিরতি, ফের ২৮ দিনের লকডাউন, ফের ৫ দিনের বিরতি এবং তারপর ফের ১৮ দিনের লকডাউন। এই প্রক্রিয়ায় লকডাউন মানলে, ভারতে করোনাকে রোখা সম্ভব হতে পারে বলে দাবি গবেষকদের।
গবেষকরা একটি সমীক্ষা করেছেন, যেখানে বলা হচ্ছে ২১ দিনের লকডাউনের পর, ৫ দিনের বিরতি, ফের ২৮ দিনের লকডাউন, ফের ৫ দিনের বিরতি এবং তারপর ফের ১৮ দিনের লকডাউন। এই প্রক্রিয়ায় লকডাউন মানলে, ভারতে করোনাকে রোখা সম্ভব হতে পারে বলে দাবি গবেষকদের।
advertisement
advertisement
advertisement