BA.4 and BA.5 Variant Symptoms: করোনা ভাইরাসের এই দুই লক্ষণ একদমই হাল্কা ভাবে নয়! খুব সাবধান, করুন এই কাজ

Last Updated:
Coronavirus Fourth Wave: একদমই হাল্কা ভাবে না নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে
1/12
করোনা ভাইরাসের (Coronavirus Fourth Wave) সংক্রমণ  লাগাতার বেড়েই চলেছে ৷ ভারতে প্রতিদিন সংক্রমণ ৩,০০০ কে সামনে আসছে ৷ অন্যদিকে সারা পৃথিবীতে কোভিড-১৯ আতঙ্ক ছড়াচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
করোনা ভাইরাসের (Coronavirus Fourth Wave) সংক্রমণ লাগাতার বেড়েই চলেছে ৷ ভারতে প্রতিদিন সংক্রমণ ৩,০০০ কে সামনে আসছে ৷ অন্যদিকে সারা পৃথিবীতে কোভিড-১৯ আতঙ্ক ছড়াচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
BA.4 ও BA.5 নতুন প্রজাতি কাঁপাচ্ছে ৷ দক্ষিণ আফ্রিকায় করোনা রোগীর সংখ্যা তুমুল গতিতে বাড়ছে ৷ এর পিছনে BA.4 ও BA.5 এর কারণেই বাড়ছে ৷ প্রতীকী ছবি ৷
BA.4 ও BA.5 নতুন প্রজাতি কাঁপাচ্ছে ৷ দক্ষিণ আফ্রিকায় করোনা রোগীর সংখ্যা তুমুল গতিতে বাড়ছে ৷ এর পিছনে BA.4 ও BA.5 এর কারণেই বাড়ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
কোভিড-১৯ সংক্রমণের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট BA.4 ও BA.5 নিয়ে দুশ্চিন্তা করেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর প্রধান ডঃ টেডরস আধানম (Dr Tedros Adhanom) জানিয়েছেন করোনার নতুন প্রজাতি BA.4 ও BA.5 নিয়ে বিশেষ করে প্রভাব চলছে ৷ প্রতীকী ছবি ৷
কোভিড-১৯ সংক্রমণের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট BA.4 ও BA.5 নিয়ে দুশ্চিন্তা করেছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুর প্রধান ডঃ টেডরস আধানম (Dr Tedros Adhanom) জানিয়েছেন করোনার নতুন প্রজাতি BA.4 ও BA.5 নিয়ে বিশেষ করে প্রভাব চলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
এই নিয়ে বিশেষ সাব ভ্যারিয়েন্টের নজর আসছে ৷ ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট  BA.4 ও BA.5 বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এই নিয়েই বিশেষজ্ঞরা সাবধান করেছে ৷ মানি কন্ট্রোলের একটি রিপোর্টের ভিত্তিতে জেডওআই কোভিড স্টেডি অ্যাপ (ZOE Covid Study app) চিফ প্রফেসর টিম স্পেকটর জানিয়েছেন এই প্রজাতি  BA.4 ও BA.5 বেশি ভয়ানক নয় ৷ প্রতীকী ছবি ৷
এই নিয়ে বিশেষ সাব ভ্যারিয়েন্টের নজর আসছে ৷ ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.4 ও BA.5 বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এই নিয়েই বিশেষজ্ঞরা সাবধান করেছে ৷ মানি কন্ট্রোলের একটি রিপোর্টের ভিত্তিতে জেডওআই কোভিড স্টেডি অ্যাপ (ZOE Covid Study app) চিফ প্রফেসর টিম স্পেকটর জানিয়েছেন এই প্রজাতি BA.4 ও BA.5 বেশি ভয়ানক নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
তবুও সাবধানে থাকতে হবে ৷ এছাড়াও এই লক্ষণগুলি নিয়ে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ৷ এই নিয়ে বিশেষ ভাবে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
তবুও সাবধানে থাকতে হবে ৷ এছাড়াও এই লক্ষণগুলি নিয়ে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে ৷ এই নিয়ে বিশেষ ভাবে সচেতন থাকাটা অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
অধ্যাপক সিট স্পেকটর (Prof. Tim Spector) জানিয়েছেন গন্ধ না পাওয়াটাও করোনা ভাইরাসের সাধারণ লক্ষণ ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট  BA.4 ও BA.5 প্রজাতিতে সংক্রমণের খবর আসছে ৷ প্রতীকী ছবি ৷
অধ্যাপক সিট স্পেকটর (Prof. Tim Spector) জানিয়েছেন গন্ধ না পাওয়াটাও করোনা ভাইরাসের সাধারণ লক্ষণ ওমিক্রনের সাব ভ্যারিয়্যান্ট BA.4 ও BA.5 প্রজাতিতে সংক্রমণের খবর আসছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
যা হালকা ভাবে নেওয়াটা মোটেই উচিৎ নয় ৷ এর আগেও করোনার অন্য প্রজাতিতে সংক্রমিত হওয়ার ফলে ঘ্রাণ শক্তি হ্রাস পেয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
যা হালকা ভাবে নেওয়াটা মোটেই উচিৎ নয় ৷ এর আগেও করোনার অন্য প্রজাতিতে সংক্রমিত হওয়ার ফলে ঘ্রাণ শক্তি হ্রাস পেয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
টিনাইটিস (Tinnitus) অর্থাৎ কান বাজা এটি এমন এক লক্ষণ যার ফলে BA.4 ও BA.5 সংক্রমণ সিরিয়াসলি নেওয়াটা প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
টিনাইটিস (Tinnitus) অর্থাৎ কান বাজা এটি এমন এক লক্ষণ যার ফলে BA.4 ও BA.5 সংক্রমণ সিরিয়াসলি নেওয়াটা প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
অধ্যাপক স্পেকটর তাঁর দলে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের টিনাইটিস চিকিৎসার জন্য একটি সার্ভে করেছেন যেখানে ১৯ শতাংশ অর্থাৎ পাঁচজনের মধ্যে একজনের এই ধরনের সমস্যা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
অধ্যাপক স্পেকটর তাঁর দলে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের টিনাইটিস চিকিৎসার জন্য একটি সার্ভে করেছেন যেখানে ১৯ শতাংশ অর্থাৎ পাঁচজনের মধ্যে একজনের এই ধরনের সমস্যা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
প্রতিটি মানুষের মধ্যে এই লক্ষণ আলাদা আলাদা করে হচ্ছে ৷ যেমন কানের ভিতরে সিটি বাজার আওয়াজ, গর্জন, ঘণ্টা বাজা, বিভিন্ন সুর ও স্বরের বহিঃপ্রকাশ, খুব দ্রুত হৃদস্পন্দন, দ্রুততার সঙ্গে কোনও কিছু চলে যাওয়ার আওয়াজ ৷ প্রতীকী ছবি ৷
প্রতিটি মানুষের মধ্যে এই লক্ষণ আলাদা আলাদা করে হচ্ছে ৷ যেমন কানের ভিতরে সিটি বাজার আওয়াজ, গর্জন, ঘণ্টা বাজা, বিভিন্ন সুর ও স্বরের বহিঃপ্রকাশ, খুব দ্রুত হৃদস্পন্দন, দ্রুততার সঙ্গে কোনও কিছু চলে যাওয়ার আওয়াজ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি রুখতে আইসোলেশন বা নিভৃতবাস ও টেস্টিং সব থেকে বড় হাতিয়ার ৷ এই কারণে করোনার উপসর্গ দেখে খুব দ্রুততার সঙ্গে করোনা পরীক্ষা করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি রুখতে আইসোলেশন বা নিভৃতবাস ও টেস্টিং সব থেকে বড় হাতিয়ার ৷ এই কারণে করোনার উপসর্গ দেখে খুব দ্রুততার সঙ্গে করোনা পরীক্ষা করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
করোনায় আক্রান্ত কি না? এর জন্য RT-PCR পরীক্ষা, যতক্ষণ না রিপোর্ট আসে ততক্ষণ যেন না নিশ্চিত হন যা সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত নন ৷ তাই ততক্ষণ নিভৃতবাসে ঘরে থাকাই জরুরি ৷ প্রতীকী ছবি ৷
করোনায় আক্রান্ত কি না? এর জন্য RT-PCR পরীক্ষা, যতক্ষণ না রিপোর্ট আসে ততক্ষণ যেন না নিশ্চিত হন যা সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত নন ৷ তাই ততক্ষণ নিভৃতবাসে ঘরে থাকাই জরুরি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement