Corona Update: আবারও কি আসছে করোনার ঢেউ! নয়া নির্দেশিকায় কী বলল WHO? নিতে হবে বুস্টার ডোজ?
- Reported by:Onkar Sarkar
- Published by:Satabdi Adhikary
Last Updated:
হু-র দাবি, করোনা মহামারি শেষ হতে এখনও বহু দেরি। এখনই করোনা থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই। গত এক বছরে করোনা মোকাবিলায় অনেক নতুন পদক্ষেপ করা হয়েছে। তবে আবারও শিথিল করা হয়েছে বিধিনিষেধ। মানুষও এখন অনেকটাই অবহেলার চোখে দেখছে করোনাকে। বিশেষজ্ঞেরা বলছেন, আগামীতে বড় কোনও বিপদ ডেকে আনতে পারে এই মনোভাব। প্রতিবেদক: ওঙ্কার সরকার
advertisement
বিশেষজ্ঞদের মতে, একবার বুস্টার ডোজ নিলে তাঁর প্রতিক্রিয়া থাকে কমবেশি এক বছর। তাই একবছরের মাথায় ফের শরীরে অ্যান্টিবডি তৈরি করতে হলে নতুন করে টিকাকরণ প্রয়োজন। হু-এর নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের একবার বুস্টার ডোজ নেওয়া আছে, তাঁদের ফের নিতে হবে বুস্টার ডোজ। আগের টিকা নেওয়ার ৬ মাস থেকে ১ বছরের মধ্যে নতুন বুস্টার ডোজ নিতে হবে। না হলেই বিপদ!
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে টিকাকরণে জোর দেওয়ার পরামর্শই দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাঁদের নির্দেশ অনুযায়ী, করোনার দুটি টিকা নেওয়া হয়ে গেছে, এমন মানুষজনের আবারও নতুন করে বুস্টার ডোজ নিতেই হবে। যাঁদের বুস্টারও নেওয়া আছে, তাঁদের ফের নতুন করে বুস্টার নিতে হবে। আগের টিকা নেওয়ার ৬ মাস থেকে ১ বছরের মধ্যে নতুন বুস্টার ডোজ নিতে হবে। না হলে কোনও লাভ নেই।
advertisement
advertisement
হু-র দাবি, করোনা মহামারি শেষ হতে এখনও বহু দেরি। এখনই করোনা থেকে মুক্তির কোনও সম্ভাবনা নেই। গত এক বছরে করোনা মোকাবিলায় অনেক নতুন পদক্ষেপ করা হয়েছে। তবে আবারও শিথিল করা হয়েছে বিধিনিষেধ। মানুষও এখন অনেকটাই অবহেলার চোখে দেখছে করোনাকে। বিশেষজ্ঞেরা বলছেন, আগামীতে বড় কোনও বিপদ ডেকে আনতে পারে এই মনোভাব। প্রতিবেদক: ওঙ্কার সরকার









