লাবুবু ঘরে আনতেই ছেলের 'অদ্ভুত' আচরণ! কমেডিয়ান ভারতী যা দেখলেন...পুড়ছেই না সেই ভয়-পুতুল!

Last Updated:
Labubu: লাবুবু—এক পুতুল, হাজার জল্পনা। এটা নিছক কাকতালীয়? নাকি সমাজে ছড়িয়ে পড়া ভয় ও গুজবেরই প্রতিফলন? উত্তর খুঁজছে নেটদুনিয়া।
1/10
ছোট্ট, নিরীহ দেখতে একটা পুতুল। নাম তার লাবুবু। কিন্তু সেই পুতুলই যেন রাতারাতি হয়ে উঠেছে আতঙ্কের প্রতীক। ভারতের বিভিন্ন প্রান্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একের পর এক ভিডিও, পোস্ট আর রহস্যময় গল্প—সব কিছুতেই কেন্দ্রে এই পুতুল। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া।
ছোট্ট, নিরীহ দেখতে একটা পুতুল। নাম তার লাবুবু। কিন্তু সেই পুতুলই যেন রাতারাতি হয়ে উঠেছে আতঙ্কের প্রতীক। ভারতের বিভিন্ন প্রান্তে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একের পর এক ভিডিও, পোস্ট আর রহস্যময় গল্প—সব কিছুতেই কেন্দ্রে এই পুতুল। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া।
advertisement
2/10
লাবুবু এখন ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া লাবুবু পুতুলকে ঘিরে তোলপাড় হয় নেটিজেনরা। তবে কিছুদিন পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা সামনে আসতে থাকে শোনা যায় এই পুতুল নাকি ‘অশুভ’।
লাবুবু এখন ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া লাবুবু পুতুলকে ঘিরে তোলপাড় হয় নেটিজেনরা। তবে কিছু দিন পর থেকেই একের পর এক অদ্ভুত ঘটনা সামনে আসতে থাকে শোনা যায় এই পুতুল নাকি ‘অশুভ’।
advertisement
3/10
অভিনেত্রী সঞ্চালক ভারতী সিং-এ লাবুবু ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন। তবে এবার তাঁকেই দেখা গেল এক অদ্ভুত কাণ্ড ঘটাতে। তাঁর ভ্লগে দেখা গেল, কীভাবে ছেলের প্রিয় লাবুবু পুতুলটি তিনি আগুনে পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাকে সামনে আসার পর থেকেই শোরগোল নেটপাড়ায়।
কমেডিয়ান, সঞ্চালক ভারতী সিং-এ লাবুবু ট্রেন্ডে গা ভাসিয়েছিলেন। তবে এবার তাঁকেই দেখা গেল এক অদ্ভুত কাণ্ড ঘটাতে। তাঁর ভ্লগে দেখা গেল, কীভাবে ছেলের প্রিয় লাবুবু পুতুলটি তিনি আগুনে পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাকে সামনে আসার পর থেকেই শোরগোল নেটপাড়ায়।
advertisement
4/10
আপলোড করা ভিডিয়োতে ভারতী দাবি করেন, এই পুতুলটি বাড়িতে আসার পর থেকেই গোল্লার (ভারতীর ছেলের) আচরণে নাকি বদল এসেছে। তিনি আরও জানান, ছেলেটি হঠাৎ করেই অতিরিক্ত দুষ্টুমি করতে শুরু করে, যা আগে কখনও দেখা ঘটেনি।
আপলোড করা ভিডিয়োতে ভারতী দাবি করেন, এই পুতুলটি বাড়িতে আসার পর থেকেই গোল্লার (ভারতীর ছেলের) আচরণে নাকি বদল এসেছে। তিনি আরও জানান, ছেলেটি হঠাৎ করেই অতিরিক্ত দুষ্টুমি করতে শুরু করে, যা আগে কখনও দেখা ঘটেনি।
advertisement
5/10
তাঁর দাবি, পুতুলটি আসার পর থেকেই তাঁদের ঘরে অদ্ভুত পরিবর্তন দেখা দিচ্ছিল। ভারতী বলেন,‘‘অনেকে বলছে এটা কুসংস্কার, কিন্তু এই পুতুল আসার পর থেকেই গোল্লার মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে।’’ 
তাঁর দাবি, পুতুলটি আসার পর থেকেই তাঁদের ঘরে অদ্ভুত পরিবর্তন দেখা দিচ্ছিল। ভারতী বলেন,‘‘অনেকে বলছে এটা কুসংস্কার, কিন্তু এই পুতুল আসার পর থেকেই গোল্লার মধ্যে অদ্ভুত পরিবর্তন এসেছে।’’ 
advertisement
6/10
গোল্লার আয়াও ভারতীর সঙ্গে একমত। ভিডিওতে দেখা যায়, পুতুলটি পুড়িয়ে ফেলার সময় তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। যদিও পুরো ঘটনা খানিকটা মজার ছলেই পরিবেশন করা হয়েছে, তবু ভিডিয়োটি ঘিরে উঠেছে নানা প্রশ্ন।
গোল্লার আয়াও ভারতীর সঙ্গে একমত। ভিডিওতে দেখা যায়, পুতুলটি পুড়িয়ে ফেলার সময় তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। যদিও পুরো ঘটনা খানিকটা মজার ছলেই পরিবেশন করা হয়েছে, তবু ভিডিয়োটি ঘিরে উঠেছে নানা প্রশ্ন।
advertisement
7/10
শিশুমন ও সামাজিক বিশ্বাসে এমন ঘটনাগুলির প্রভাব কতটা ভয়ানক হতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
শিশুমন ও সামাজিক বিশ্বাসে এমন ঘটনাগুলির প্রভাব কতটা ভয়ানক হতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
advertisement
8/10
হর্ষকে সেই ভিডিয়োতে মজা করে বলতে শোনা যায়,‘‘এরা পুতুলটাকে পোড়াতে চাইছে, কিন্তু জ্বলছেই না! মনে হচ্ছে পুতুলের আত্মাই এতে বাধা দিচ্ছে।’’
শেষে যখন পুতুলটি পুড়ে যায়, ভারতীর কথায়,
‘‘শয়তান মারা গিয়েছে।’’
হর্ষকে সেই ভিডিয়োতে মজা করে বলতে শোনা যায়, ‘‘এরা পুতুলটাকে পোড়াতে চাইছে, কিন্তু জ্বলছেই না! মনে হচ্ছে পুতুলের আত্মাই এতে বাধা দিচ্ছে।’’ শেষে যখন পুতুলটি পুড়ে যায়, ভারতীর কথায়, ‘‘শয়তান মারা গিয়েছে।’’
advertisement
9/10
সত্যিই কি এই পুতুলে কোনও ‘অশুভ শক্তি’ আছে, নাকি এটি সোশ্যাল মিডিয়ারই তৈরি করা এক হাইপ? ভারতীয় সমাজে কুসংস্কার এখনও কতটা প্রভাব ফেলছে, সে দিকটিও ভাবাচ্ছে মনোবিজ্ঞানী ও সমাজতত্ত্ববিদদের।
সত্যিই কি এই পুতুলে কোনও ‘অশুভ শক্তি’ আছে, নাকি এটি সোশ্যাল মিডিয়ারই তৈরি করা এক হাইপ? ভারতীয় সমাজে কুসংস্কার এখনও কতটা প্রভাব ফেলছে, সে দিকটিও ভাবাচ্ছে মনোবিজ্ঞানী ও সমাজতত্ত্ববিদদের।
advertisement
10/10
লাবুবু—এক পুতুল, হাজার জল্পনা।এটা নিছক কাকতালীয়? নাকি সমাজে ছড়িয়ে পড়া ভয় ও গুজবেরই প্রতিফলন? উত্তর খুঁজছে নেটদুনিয়া।
লাবুবু—এক পুতুল, হাজার জল্পনা। এটা নিছক কাকতালীয়? নাকি সমাজে ছড়িয়ে পড়া ভয় ও গুজবেরই প্রতিফলন? উত্তর খুঁজছে নেটদুনিয়া।
advertisement
advertisement
advertisement