একটা সময় ছিল যখন সামান্য একটা ২ টাকার নোট নিয়ে গিয়েও ব্যাগ ভর্তি বাজার আনা যেত। সেসব গল্প অনেকেই শুনে থাকবেন বাড়ির বড়দের কাছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটি ২ টাকার নোট বা কয়েনের (2 rupee coin) প্রায় কোনও মূল্যই নেই। কিন্তু জানেন কি এই রকম একটি কয়েন আপনাকে রাতারাতি কয়েক লক্ষ টাকার মালিক করে দিতে পারে! প্রতীকী ছবি ৷
কেবল এই কয়েনটিই নয়, এই ধরনের ওয়েবসাইটে আরও নানা ধরনের নোট বা কয়েনের বিনিময়ে মিলতে পারে প্রচুর টাকা। পরাধীন ভারতবর্ষের একটি এক টাকার রুপোর কয়েন, যেটিতে মহারানি ভিক্টোরিয়ার ছবি রয়েছে তা বিক্রি হয় ২ লক্ষ টাকায়। ১৯১৮ সালের একটি কয়েন, যেটিতে পঞ্চম জর্জের আমলের সেটি বিক্রি হয়েছিল ৯ লক্ষ টাকায়। প্রতীকী ছবি ৷