খোঁজ মিলেছে অরুণাচলের পাঁচ নিখোঁজ যুবকের, ভারতকে জানাল চিন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছিলেন কয়েকজন যুবক৷প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চিনা সেনা তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে অপহরণ করে বলে অভিযোগ৷
advertisement
গত শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছিলেন কয়েকজন যুবক৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চিনা সেনা তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে অপহরণ করে বলে অভিযোগ৷ ওই যুবকদের সঙ্গে থাকা আরও দুই যুবক কোনওক্রমে সেখান থেকে পালিয়ে এসে ঘটনার কথা পুলিশকে জানান৷ এর পরই ভারতীয় সেনার তরফে হটলাইনে চিনের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়৷
advertisement
advertisement
advertisement