খোঁজ মিলেছে অরুণাচলের পাঁচ নিখোঁজ যুবকের, ভারতকে জানাল চিন
গত শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছিলেন কয়েকজন যুবক৷প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চিনা সেনা তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে অপহরণ করে বলে অভিযোগ৷


চিন সীমান্ত থেকে অপহৃত অরুণাচলের পাঁচ যুবকের খোঁজ মিলেছে৷ চিনা সেনাই তাঁদের খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু৷ তাঁদের ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী৷প্রতীকী ছবি


গত শুক্রবার অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার নাচোতে জঙ্গলের মধ্যে শিকারে গিয়েছিলেন কয়েকজন যুবক৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছ থেকে চিনা সেনা তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে অপহরণ করে বলে অভিযোগ৷ ওই যুবকদের সঙ্গে থাকা আরও দুই যুবক কোনওক্রমে সেখান থেকে পালিয়ে এসে ঘটনার কথা পুলিশকে জানান৷ এর পরই ভারতীয় সেনার তরফে হটলাইনে চিনের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়৷প্রতীকী ছবি


ট্যুইটারে এ দিন কিরেন রিজিজু জানিয়েছেন, 'হটলাইনে ভারতীয় সেনার পাঠানো বার্তার জবাব দিয়েছে চিনের সেনাবাহিনী৷ অরুণাচল প্রদেশের বাসিন্দা পাঁচ জন নিখোঁজ যুবকের খোঁজ পেয়েছে তাঁরা৷ সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে কীভাবে তাঁদের ভারতের হাতে তুলে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা চলছে৷'প্রতীকী ছবি


সোমবার অবশ্য এই পাঁচ যুবকের অপহরণ কাণ্ড নিয়ে বলতে গিয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরুণাচল প্রদেশের অস্তিত্বকেই অস্বীকার করেন৷ তিনি দাবি করেন, চিনের এলাকা বেআইনি ভাবে দখল করে অরুণাচল প্রদেশ তৈরি করা হয়েছে বলে মনে করে বেজিং৷ অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে চিন৷প্রতীকী ছবি