মায়ের পাশ থেকে ৩ বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ছুরি দিয়ে কেটে ফেলা হল মুন্ডু
Last Updated:
টাটানগর প্ল্যাটফর্মে মায়ের পাশে ঘুমিয়ে ছিল ফুটফুটে এক মেয়ে। সেখান থেকে তাকে অপহরণ করে গণধষর্ণ করে দুই ব্যক্তি। তার পর নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয় তার মাথা
দিন দিন নিকস কালো অন্ধকারে ডুবে যাচ্ছে সমাজ। বিকৃত লালসার স্বীকার ৩ বছরের শিশু! টাটানগর প্ল্যাটফর্মে মায়ের পাশে ঘুমিয়ে ছিল ফুটফুটে এক মেয়ে। সেখান থেকে তাকে অপহরণ করে গণধষর্ণ করে দুই ব্যক্তি। তার পর নৃশংসভাবে ছুরি দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয় তার মাথা। Representative image
advertisement
এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তিনজনের মধ্যে এক অভিযুক্ত রিঙ্কু সাহু সদ্য জেল থেকে মুক্তি পেয়েছে। ২০১৫ সালে ধর্ষণের দায়ে জেল খেটেছিল রিঙ্কু। Representative image
advertisement
গত শুক্তবার রেল স্টেশনের প্ল্যাটফর্মে মায়ের পাড়ে ঘুমাচ্ছিল শিশুটি। প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি শিশুটিকে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। ব্যক্তিকে রিঙ্কু সাহু হিসেবে শনাক্ত করা হয়েছে। তিন সন্তানের বাবা রিঙ্কু এরআগেও বেশ কয়েকবার শিশু অপহরণ ও ধর্ষণ কান্ডে জড়িত। Representative image
advertisement
শনিবার সকালে ঘুম ভেঙে সন্তানকে পাশে দেখতে না দেখতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মা। তিনি সন্দেহ করেন, স্বামীকে ছেড়ে যাঁর সঙ্গে তিনি পুরুলিয়া থেকে জামশেদপুর চলে এসেছিলেন , সেই ব্যক্তিই তাঁর সন্তানকে অপহরণ করেছে। তিনি এও জানান, সেদিন প্ল্যাটফর্মে তাঁর সঙ্গে সেই ব্যক্তিও ছিল। পুলিশ যে ৩জনকে আটক করেছে তারমধ্যে সেই ব্যক্তিও রয়েছে। Representative image
advertisement