বৃহস্পতিবার দুপুরেই আছড়ে পড়বে সাইক্লোন 'নিভার', চেন্নাই বিমানবন্দর-সহ বন্ধ করা হল শহরের গুরুত্বপূর্ণ সব রাস্তা
প্রবল শক্তি সঞ্চয় করে সমুদ্রে ফুঁসছে সাইক্লোন 'নিভার'। বৃহস্পতিবার দুপুরের পর সেটি পুদুচেরীর করাইকাল থেকে তামিলনাড়ু মামাল্লাপুরমের মধ্যে ঘণ্টায় প্রায় ১৪৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা।


*প্রবল শক্তি সঞ্চয় করে সমুদ্রে ফুঁসছে সাইক্লোন নিভার। বৃহস্পতিবার দুপুরের পর সেটি পুদুচেরীর করাইকাল থেকে তামিলনাড়ু মামাল্লাপুরমের মধ্যে ঘণ্টায় প্রায় ১৪৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা। ফলে তছনছ হয়ে যেতে পারে তামিলনাড়ু উপকূল। সংগৃহীত ছবি।


*'নিভার' যে ব্যাপক তাণ্ডব চালাবে, তা একপ্রকার নিশ্চিত। ফলে চেন্নাই বিমানবন্দর-সহ বন্ধ করা হল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়ার বিষয়ে জানান হয়েছে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে। মেরিনা বিচ, কাসিমেদু বন্দর, বেসান্তনগর বিচ-সহ একাধিক রাস্তা বন্ধ থাকবে। সংগৃহীত ছবি।


*ভেলাচেরি, মাদিপক্কম, ভাল্লুভার কোট্টাম, রোয়াপেত্তা, মাউন্টরোড এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের জেরে তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকলের বেশিরভাগ এলাকায় আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই এনডিআরএফ-এর দল মোতায়েন করা হয়েছে৷ সংগৃহীত ছবি।


*২৫ ও ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও পুদুচেরির সমস্ত বিমান পরিষেবা আপাতত স্থগিত রেখেছে৷ তিন রাজ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে এবং সকলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সংগৃহীত ছবি।