Char Dham Yatra|| রীতি মেনে শুরু হল এ বছরের পবিত্র চার ধাম যাত্রা, তীর্থ যাত্রীদের মানতে হচ্ছে যে সব নিয়ম...

Last Updated:
Char Dham Yatra: হাইকোর্টের (High Court) অর্ডার অনুযায়ী বদ্রিনাথ (Badrinath) মন্দিরে প্রতিদিন ১০০০ পুণ্যার্থী, কেদারনাথ (Kedarnath) মন্দিরে ৮০০, গঙ্গোত্রীতে (Gangotri) ৬০০ এবং যমুনোত্রী (Yamnotri) মন্দিরে ৪০০ পুণ্যার্থীর প্রবেশের অনুমতি পাবেন।
1/6
*শুরু হয়ে গেলে এ বছরের পবিত্র চার ধাম যাত্রা (Char Dham Yatra)। উত্তরাখণ্ড সরকার (Uttarakhand government) এবং চার ধাম ম্যানেজমেন্ট কমিটি (Char Dham management committee) সংক্রমণ রুখতে করোনা বিধি মেনে প্রয়োজনীর সমস্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছে।  চার ধাম বোর্ডের (Char Dham Board) chief executive officer রবিনাথ রমন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, থার্মাল চেকিং (thermal screening), স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব (sanitisation and social distancing) বজায় রাখা বাধ্যতামূলক। পুণ্যার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সংগৃহীত ছবি। 
*শুরু হয়ে গেলে এ বছরের পবিত্র চার ধাম যাত্রা (Char Dham Yatra)। উত্তরাখণ্ড সরকার (Uttarakhand government) এবং চার ধাম ম্যানেজমেন্ট কমিটি (Char Dham management committee) সংক্রমণ রুখতে করোনা বিধি মেনে প্রয়োজনীর সমস্ত পদক্ষেপের কথা ঘোষণা করেছে।  চার ধাম বোর্ডের (Char Dham Board) chief executive officer রবিনাথ রমন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, থার্মাল চেকিং (thermal screening), স্যানিটাইজেশন এবং সামাজিক দূরত্ব (sanitisation and social distancing) বজায় রাখা বাধ্যতামূলক। পুণ্যার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*হাইকোর্টের (High Court) অর্ডার অনুযায়ী বদ্রিনাথ (Badrinath) মন্দিরে প্রতিদিন ১০০০ পুণ্যার্থী, কেদারনাথ (Kedarnath) মন্দিরে ৮০০, গঙ্গোত্রীতে (Gangotri) ৬০০ এবং যমুনোত্রী (Yamnotri) মন্দিরে ৪০০  পুণ্যার্থীর প্রবেশের অনুমতি পাবেন। চার ধাম বোর্ডের নির্দেশানুসারে প্রতি পুণ্যার্থীর সঙ্গে negative RT-PCR report এবং করোনা টিকার দুটি ডোজের সার্টিফিকেট (vaccination certificates) থাকা বাধ্যতামূলক।  সংগৃহীত ছবি। 
*হাইকোর্টের (High Court) অর্ডার অনুযায়ী বদ্রিনাথ (Badrinath) মন্দিরে প্রতিদিন ১০০০ পুণ্যার্থী, কেদারনাথ (Kedarnath) মন্দিরে ৮০০, গঙ্গোত্রীতে (Gangotri) ৬০০ এবং যমুনোত্রী (Yamnotri) মন্দিরে ৪০০  পুণ্যার্থীর প্রবেশের অনুমতি পাবেন। চার ধাম বোর্ডের নির্দেশানুসারে প্রতি পুণ্যার্থীর সঙ্গে negative RT-PCR report এবং করোনা টিকার দুটি ডোজের সার্টিফিকেট (vaccination certificates) থাকা বাধ্যতামূলক।  সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*পুণ্যার্থীদের আগে থেকেই মন্দিরে প্রবেশের ই-পাস সঙ্গে রাখে হবে।www.devasthanam.uk.gov.in. ওয়েবসাইটে লগ ইন করে ই-পাস সংগ্রহ করা যাবে। সেখানে সরকারের দেওয়া আইডি কার্ড এবং negative RT-PCR রিপোর্ট এবং দুটি ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতে হবে। শিশু এবং অসুস্থ বর্ষীয়ান কোনও ব্যক্তি বা মহিলাকে (Children and ailing senior citizens) তীর্থ যাত্রায় অংশ নিয়তে দেওয়া হবে না। সংগৃহীত ছবি। 
*পুণ্যার্থীদের আগে থেকেই মন্দিরে প্রবেশের ই-পাস সঙ্গে রাখে হবে।www.devasthanam.uk.gov.in. ওয়েবসাইটে লগ ইন করে ই-পাস সংগ্রহ করা যাবে। সেখানে সরকারের দেওয়া আইডি কার্ড এবং negative RT-PCR রিপোর্ট এবং দুটি ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতে হবে। শিশু এবং অসুস্থ বর্ষীয়ান কোনও ব্যক্তি বা মহিলাকে (Children and ailing senior citizens) তীর্থ যাত্রায় অংশ নিয়তে দেওয়া হবে না। সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*গাইডলাইন অনুযায়ী এক একবারে রতিনজন করে পুণ্যার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কেউ যাতে কোনও পবিত্র জিনিষে ভুলেও হাত না দেন, তার জন্য অনুরোধ করা হয়েছে বারে বারে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মন্দিরের ঘণ্টায় হাত দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৪ নভেম্বর পর্যন্ত এই তীর্থ জাত্রার অনুমতি মিলবে। সংগৃহীত ছবি। 
*গাইডলাইন অনুযায়ী এক একবারে রতিনজন করে পুণ্যার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কেউ যাতে কোনও পবিত্র জিনিষে ভুলেও হাত না দেন, তার জন্য অনুরোধ করা হয়েছে বারে বারে। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে মন্দিরের ঘণ্টায় হাত দেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৪ নভেম্বর পর্যন্ত এই তীর্থ জাত্রার অনুমতি মিলবে। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*উল্লেখ্য, ‘দেখো আপনা দেশ’ (Dekho Apna Desh) - প্রোগ্রামের অংশ হিসেবে এবার চার ধাম যাত্রার জন্য স্পেশাল ট্রেন লঞ্চ করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC। এই ডিলাক্স AC ট্রেনটি চার ধাম, বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম ও দ্বারকায় পৌঁছবে। মোট যাত্রার সময় ১৬ দিন। সংগৃহীত ছবি। 
*উল্লেখ্য, ‘দেখো আপনা দেশ’ (Dekho Apna Desh) - প্রোগ্রামের অংশ হিসেবে এবার চার ধাম যাত্রার জন্য স্পেশাল ট্রেন লঞ্চ করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC। এই ডিলাক্স AC ট্রেনটি চার ধাম, বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম ও দ্বারকায় পৌঁছবে। মোট যাত্রার সময় ১৬ দিন। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*আজ ১৮ সেপ্টেম্বর (September 18) দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু হবে ডিলাক্স ট্রেনটির। প্রথমে এটি যাবে বদ্রীনাথ, যেখানে বদ্রীনাথ ছাড়াও মানা গ্রাম (ভারত-চিন সীমান্ত), ঋষিকেষ ঘুরে দেখার সুযোগ থাকবে। এরপর পুরীতে পৌঁছাবে ট্রেন। যেখানে পুরীর মন্দির দর্শনের পাশাপাশি পুরীর সমুদ্র সৈকত, চন্দ্রভাগা সমুদ্র সৈকত, কোনারকের সূর্য মন্দির দেখিয়ে রামেশ্বরমের উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। রামেশ্বরমের পাশাপাশি ধনুসকোডি, নরসিংহ মন্দির (জোশিমঠ), দ্বারকাধিশ দেখানো হবে। সংগৃহীত ছবি।
*আজ ১৮ সেপ্টেম্বর (September 18) দিল্লির সফদরজং স্টেশন থেকে যাত্রা শুরু হবে ডিলাক্স ট্রেনটির। প্রথমে এটি যাবে বদ্রীনাথ, যেখানে বদ্রীনাথ ছাড়াও মানা গ্রাম (ভারত-চিন সীমান্ত), ঋষিকেষ ঘুরে দেখার সুযোগ থাকবে। এরপর পুরীতে পৌঁছাবে ট্রেন। যেখানে পুরীর মন্দির দর্শনের পাশাপাশি পুরীর সমুদ্র সৈকত, চন্দ্রভাগা সমুদ্র সৈকত, কোনারকের সূর্য মন্দির দেখিয়ে রামেশ্বরমের উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। রামেশ্বরমের পাশাপাশি ধনুসকোডি, নরসিংহ মন্দির (জোশিমঠ), দ্বারকাধিশ দেখানো হবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement