Chandrayaan 3: কাজ শেষ, এবার চাঁদে ঘুম, কিন্তু ঘুম না ভাঙলে কী হবে, ইসরো বুঝিয়ে দিল সব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Chandrayaan 3: ‘বিক্রম এবং প্রজ্ঞান উভয়েই আমাদের প্রত্যাশা ছাড়িয়ে ব্যতিক্রমী পারফরম্যান্স দিয়েছেন। মিশনের সকল উদ্দেশ্য পূরণ হয়েছে। এজন্য এটিকে স্লিপ মোডে রাখা হয়েছে।’
নয়াদিল্লি: ISRO অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ঘোষণা করেছে যে চন্দ্রযান-৩ -র রোভার 'প্রজ্ঞান' চন্দ্রপৃষ্ঠে তার কাজ শেষ করেছে এবং স্লিপ মোডে চলে গেছে। ISRO প্রধান এস সোমানাথের আগেই জানিয়েছিলেন এই কথা যে প্রজ্ঞান ও বিক্রম দুজনেই স্লিপ মোডে যাবে৷ আর তাঁর জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইসরো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও সেই খবর দিয়েছে৷ তারা আরও জানিয়েছে যে মুন মিশনে রোভার এবং ল্যান্ডার যথাক্রমে 'প্রজ্ঞান' এবং 'বিক্রম' ভালভাবে কাজ সম্পন্ন করছে৷ চাঁদে চোদ্দ দিনের রাত পর্ব এসে যাওয়ায় তাদেরও 'স্লিপ' মোডে রাখা হবে। কিন্তু প্রশ্ন হল স্লিপ মোডের পরেও ঘুম থেকে না উঠলে কী হবে। আসুন জেনে নেই এই প্রশ্নের উত্তর।
advertisement
advertisement
চন্দ্রযান ৩ -র রোভার 'প্রজ্ঞান' না জেগে থাকলে কী হবে? চন্দ্রযান ৩ -র রোভার 'প্রজ্ঞান' জেগে না উঠলে কী ঘটবে তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ পোস্টে বলা হয়েছে যে 'বর্তমানে, ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে পরবর্তী সূর্যোদয় হবে ২২ সেপ্টেম্বর৷ তাই আশা করা হচ্ছে যে প্রজ্ঞানের সৌর প্যানেলগুলি সেই সময়ে সূর্য থেকে শক্তি গ্রহণের জন্য প্রস্তুত হবে। রোভার এবং ল্যান্ডার দ্বিতীয় পর্বে রাউন্ড অ্যাসাইনমেন্টের জন্য জেগে উঠবে বলে আশা করা হচ্ছে। তা না হলে ভারতের চন্দ্র দূত হয়ে চিরকাল সেখানেই থাকবে।'
advertisement
মিশনের সকল উদ্দেশ্য পূরণ হয়েছে ল্যান্ডার এবং রোভারটি ১৪ দিনের জন্য চাঁদে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছিল। স্লিপ মোডে রাখা হয়েছিল প্রশ্নে চন্দ্রযান-৩ প্রকল্পের পরিচালক পি ভিরামুথুভেল বলেছিলেন, "আমরা প্রথম দুটি এবং শেষ দুটি দিন গণনা করতে পারি না।চন্দ্র দিবস ২২ অগাস্ট শুরু হয়েছিল এবং আমাদের অবতরণ প্রায় চন্দ্রদিনের দ্বিতীয় দিনের শেষের দিকে ছিল। সেখান থেকে, বিক্রম এবং প্রজ্ঞান উভয়েই আমাদের প্রত্যাশা ছাড়িয়ে ব্যতিক্রমী পারফরম্যান্স দিয়েছেন। মিশনের সকল উদ্দেশ্য পূরণ হয়েছে। এজন্য এটিকে স্লিপ মোডে রাখা হয়েছে।
advertisement
advertisement