AC City of India: এসির ব্যবহারে সবাইকে টপকে কোন রাজ্য রয়েছে শীর্ষে?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
AC in India: কোন রাজ্যে ঘরে ঘরে এসির বেশি ব্যবহার?
•উত্তর ভারতে গা পুড়ে যাওয়া গরমে এয়ার কন্ডিশন ছাড়া যেন কোন উপায় নেই৷ গ্রীষ্মকালের কয়েকটা মাস নিজের ও পরিবারের স্বস্তির জন্য এসি যেন বাধ্যতামূলক হয়ে পড়েছে৷ তাই ঘরে ঘরে বসছে এসি৷ শীতাতপ নিয়ন্ত্রণ করে একটু আরামে থাকার চেষ্টা করছেন শহরবাসী৷ সবস্তরের মানুষই এখন এসি-র সঙ্গে পরিচিত৷ গরমের কটা মাস এসিতে থাকতেই চান সকলে৷ গ্রীষ্মকাল অন্তত রাতে শান্তিতে ঘুমতে ঘরে এসি বসাচ্ছেন বহু মানুষ৷ অর্থের চিন্তা দূরে রেখেই৷
advertisement
•কোন রাজ্যে ঘরে ঘরে এসির বেশি ব্যবহার? এই নিয়ে একটি সমীক্ষা হয়েছিল৷ পঞ্চম ন্যাশনল ফ্যামিলি হেলথ সার্ভে (National Family Health Survey-NFHS)-তে উঠে এসেছে একটি চমকপ্রদ তথ্য৷ জানা গিয়েছে যে দেশের মধ্যে চণ্ডীগড়-এ সব থেকে বেশি এসি-র ব্যবহার হয়৷ চণ্ডীগড়ের প্রায় প্রতিটি ঘরে শীতাতপ ব্যবস্থা রয়েছে৷ ৭৭.৯ শতাংশ বাড়িতে রয়েছে এসি৷
advertisement
advertisement
advertisement
•তবে বেশি মাত্রায় এসি ঘরে থাকার ফলে হাইড্রোফ্লুরোকার্বন এবং ক্লোরোফ্লুরোকার্বন মিশছে বাতাসে, যা ওজন হোলের জন্য দায়ী৷ জানিয়েছেন পরিবেশবিদ পভিলা বালি৷ তাঁর মতে পরিবেশ বান্ধব এসি তৈরির দিকে নজর দেওয়া উচিৎ৷ আরও এক পরিবেশবিদের মতে, ছাদে চুনের ব্যবহার বা বেশি পরিমাণে গাছ থাকলে স্বাভাবিক নিয়মেই ঘর ঠাণ্ডা রাখা যাবে৷ যাতে এসির ব্যবহার করতে হবে না৷
advertisement