হোম » ছবি » দেশ » সুষমা স্বরাজের পরিবারের সঙ্গে যুক্ত এই বিষয়গুলি জানেন কী ?

সুষমা স্বরাজের পরিবারের সঙ্গে যুক্ত এই বিষয়গুলি জানেন কী ?

  • Bangla Editor

  • 14

    সুষমা স্বরাজের পরিবারের সঙ্গে যুক্ত এই বিষয়গুলি জানেন কী ?

    ঐতিহাসিক দিনে ইন্দ্রপতন। প্রয়াত সুষমা স্বরাজ। মঙ্গলবার রাতে দিল্লির এইমসে শেষ বিজেপি নেত্রীর জীবন।বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। প্রাক্তন বিদেশমন্ত্রীর বয়স হয়েছিল ৬৭টি বছর।

    MORE
    GALLERIES

  • 24

    সুষমা স্বরাজের পরিবারের সঙ্গে যুক্ত এই বিষয়গুলি জানেন কী ?


    মঙ্গলবার রাত প্রায় ৯:৩৫ মিনিটে বুকে ব্যথা নিয়ে এইমসে ভর্তি হন সুষমা স্বরাজ ৷ প্রাথমিক ভাবে জরুরি বিভাগেই শুরু হয় তাঁর চিকিৎসা। মাত্র আধঘণ্টার মধ্যেই সব শেষ। রাত প্রায় ১০:৫০ নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ সুষমা স্বরাজের জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে হরিয়ানার আম্বালায় ৷ ওনার বাবা শ্রী হরদেব শর্মা আরএসএস-এর সদস্য ছিলেন ৷ মা শ্রীমতি লক্ষ্মী দেবী ৷ ভাই ডা: গুলসন শর্মা একজন আর্য়ুবেদিক চিকিৎসা যিনি আম্বালাতেই থাকেন ৷ এছাড়া প্রাক্তন বিদেশমন্ত্রীর বোন আছেন যার নাম বন্দনা শর্মা ৷ তিনি রাষ্ট্রীয় বিজ্ঞানে এমএ ও পিএইচডি করেছেন ৷ তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ৷ তিনি একবার বিজেপির টিকিটের নির্বাচন লড়েছিলেন তবে নির্দল প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন ৷

    MORE
    GALLERIES

  • 34

    সুষমা স্বরাজের পরিবারের সঙ্গে যুক্ত এই বিষয়গুলি জানেন কী ?


    সুষমা স্বরাজের মেয়ে বনসুরি স্বরাজ অক্সফর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর এখন একজন ব্যারিস্টার ৷ বনসুরি দিল্লি হাই কোর্ট ও সু্প্রিম কোর্টে প্র্যাক্টিস করেন ৷ তার নাম প্রথম সামনে আসে যখন বাবার সঙ্গে আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির পাসপোর্ট বাতিলের মামলায় উনি জুনির আইনজীবী হন ৷

    MORE
    GALLERIES

  • 44

    সুষমা স্বরাজের পরিবারের সঙ্গে যুক্ত এই বিষয়গুলি জানেন কী ?

    সুষমা স্বরাজের বিয়ে ১৩ জুলাই ১৯৭৫ সালে হয় ৷ দু’বছর আগে স্বামী সঙ্গে সুষমার একটি ছবি ভাইরাল হয়েছিল ৷ সংসদের চত্বরে স্বামীর হাত ধরে দাঁড়িয়ে ছিলেন সুষমা ৷ সুষমা ট্যুইটে লিখেছিলেন,‘বহু বছর পর আজ সংসদ চত্বরে ‘গর্ভনর স্বরাজ’ এর সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলল ৷ ’ সুষমা স্বরাজের স্বামী ১৯৯০ থেকে ১৯৯৩ পর্যন্ত মিজোরামের রাজ্যপাল ছিলেন ৷

    MORE
    GALLERIES