সুষমা স্বরাজের পরিবারের সঙ্গে যুক্ত এই বিষয়গুলি জানেন কী ?

Last Updated:
সুষমা স্বরাজের জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে হরিয়ানার আম্বালায় ৷
1/4
ঐতিহাসিক দিনে ইন্দ্রপতন। প্রয়াত সুষমা স্বরাজ।  মঙ্গলবার রাতে দিল্লির এইমসে শেষ বিজেপি নেত্রীর জীবন।বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। প্রাক্তন বিদেশমন্ত্রীর বয়স হয়েছিল ৬৭টি বছর।
ঐতিহাসিক দিনে ইন্দ্রপতন। প্রয়াত সুষমা স্বরাজ। মঙ্গলবার রাতে দিল্লির এইমসে শেষ বিজেপি নেত্রীর জীবন।বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন। প্রাক্তন বিদেশমন্ত্রীর বয়স হয়েছিল ৬৭টি বছর।
advertisement
2/4
 মঙ্গলবার রাত প্রায় ৯:৩৫ মিনিটে বুকে ব্যথা নিয়ে এইমসে ভর্তি হন সুষমা স্বরাজ ৷ প্রাথমিক ভাবে জরুরি বিভাগেই শুরু হয় তাঁর চিকিৎসা। মাত্র আধঘণ্টার মধ্যেই সব শেষ।  রাত প্রায় ১০:৫০ নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ সুষমা স্বরাজের জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে হরিয়ানার আম্বালায় ৷ ওনার বাবা শ্রী হরদেব শর্মা আরএসএস-এর সদস্য ছিলেন ৷ মা শ্রীমতি লক্ষ্মী দেবী ৷ ভাই ডা: গুলসন শর্মা একজন আর্য়ুবেদিক চিকিৎসা যিনি আম্বালাতেই থাকেন ৷ এছাড়া প্রাক্তন বিদেশমন্ত্রীর বোন আছেন যার নাম বন্দনা শর্মা ৷ তিনি রাষ্ট্রীয় বিজ্ঞানে এমএ ও পিএইচডি করেছেন ৷ তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ৷ তিনি একবার বিজেপির টিকিটের নির্বাচন লড়েছিলেন তবে  নির্দল প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন ৷
মঙ্গলবার রাত প্রায় ৯:৩৫ মিনিটে বুকে ব্যথা নিয়ে এইমসে ভর্তি হন সুষমা স্বরাজ ৷ প্রাথমিক ভাবে জরুরি বিভাগেই শুরু হয় তাঁর চিকিৎসা। মাত্র আধঘণ্টার মধ্যেই সব শেষ। রাত প্রায় ১০:৫০ নাগাদ মৃত্যু হয় তাঁর ৷ সুষমা স্বরাজের জন্ম ১৪ ফেব্রুয়ারি ১৯৫২ সালে হরিয়ানার আম্বালায় ৷ ওনার বাবা শ্রী হরদেব শর্মা আরএসএস-এর সদস্য ছিলেন ৷ মা শ্রীমতি লক্ষ্মী দেবী ৷ ভাই ডা: গুলসন শর্মা একজন আর্য়ুবেদিক চিকিৎসা যিনি আম্বালাতেই থাকেন ৷ এছাড়া প্রাক্তন বিদেশমন্ত্রীর বোন আছেন যার নাম বন্দনা শর্মা ৷ তিনি রাষ্ট্রীয় বিজ্ঞানে এমএ ও পিএইচডি করেছেন ৷ তিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ৷ তিনি একবার বিজেপির টিকিটের নির্বাচন লড়েছিলেন তবে নির্দল প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন ৷
advertisement
3/4
 সুষমা স্বরাজের মেয়ে বনসুরি স্বরাজ অক্সফর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর এখন একজন ব্যারিস্টার ৷ বনসুরি দিল্লি হাই কোর্ট ও সু্প্রিম কোর্টে প্র্যাক্টিস করেন ৷ তার নাম প্রথম সামনে আসে যখন বাবার সঙ্গে আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির পাসপোর্ট বাতিলের মামলায় উনি জুনির আইনজীবী হন ৷
সুষমা স্বরাজের মেয়ে বনসুরি স্বরাজ অক্সফর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর এখন একজন ব্যারিস্টার ৷ বনসুরি দিল্লি হাই কোর্ট ও সু্প্রিম কোর্টে প্র্যাক্টিস করেন ৷ তার নাম প্রথম সামনে আসে যখন বাবার সঙ্গে আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির পাসপোর্ট বাতিলের মামলায় উনি জুনির আইনজীবী হন ৷
advertisement
4/4
সুষমা স্বরাজের বিয়ে ১৩ জুলাই ১৯৭৫ সালে হয় ৷ দু’বছর আগে স্বামী সঙ্গে সুষমার একটি ছবি ভাইরাল হয়েছিল ৷ সংসদের চত্বরে স্বামীর হাত ধরে দাঁড়িয়ে ছিলেন সুষমা ৷ সুষমা ট্যুইটে লিখেছিলেন,‘বহু বছর পর আজ সংসদ চত্বরে ‘গর্ভনর স্বরাজ’ এর সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলল ৷ ’ সুষমা স্বরাজের স্বামী ১৯৯০ থেকে ১৯৯৩ পর্যন্ত মিজোরামের রাজ্যপাল ছিলেন ৷
সুষমা স্বরাজের বিয়ে ১৩ জুলাই ১৯৭৫ সালে হয় ৷ দু’বছর আগে স্বামী সঙ্গে সুষমার একটি ছবি ভাইরাল হয়েছিল ৷ সংসদের চত্বরে স্বামীর হাত ধরে দাঁড়িয়ে ছিলেন সুষমা ৷ সুষমা ট্যুইটে লিখেছিলেন,‘বহু বছর পর আজ সংসদ চত্বরে ‘গর্ভনর স্বরাজ’ এর সঙ্গে দেখা হওয়ার সুযোগ মিলল ৷ ’ সুষমা স্বরাজের স্বামী ১৯৯০ থেকে ১৯৯৩ পর্যন্ত মিজোরামের রাজ্যপাল ছিলেন ৷
advertisement
advertisement
advertisement