Master Chef Kunal Kapoor: বউ শোনাতেন কটু কথা, স্ত্রীর অত্যাচারে জীবন জেরবার বিখ্যাত মাস্টার শেফ কুণালের, তারপর...
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
২০০৮ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সেলিব্রিটি শেফ কুণাল
advertisement
এর পাশাপাশি আদালত জানিয়েছে যে, কুণালের প্রতি তাঁর স্ত্রীর আচরণ ‘মর্যাদা এবং সহানুভূতি বর্জিত’ ছিল। আদালত আরও যোগ করেছে যে, “কোনও দম্পতির মধ্যে একজন সঙ্গী আর একজন সঙ্গীর প্রতি যদি এহেন আচরণ করেন, তাহলে সেটা বিবাহের ক্ষেত্রে অসম্মানজনক হয়ে দাঁড়াবে। আর একসঙ্গে থাকার যন্ত্রণা সহ্য করে কেন তিনি থাকবেন। আর এর তো কোনও সম্ভাব্য কারণও নেই।”
advertisement
২০০৮ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সেলিব্রিটি শেফ কুণাল। অভিযোগ, তাঁর স্ত্রী হামেশাই পুলিশ ডেকে তাঁকে হেনস্থা করেছেন। এমনকী সোশ্যাল মিডিয়ায় কুণালের নামে গুজব রটিয়ে দেওয়ারও হুমকি দিতেন। এমনকী কুণাল এ-ও দাবি করেন, ২০১৬ সালে যখন তিনি মাস্টারশেফ ইন্ডিয়া শো-এর শ্যুটিং চলছিল, সেই সময় ছেলেকে নিয়ে স্টুডিওয় রীতিমতো জোর করে ঢুকে পড়েন কুণালের স্ত্রী। এরপর তুমুল ঝামেলাও করেন তিনি। এই ঘটনার পরে কুণালের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছিল।
advertisement
advertisement
advertisement