রাজীব কুমারের বিরুদ্ধে তড়িঘড়ি শীর্ষ আদালতে গিয়েও ফল পেল না সিবিআই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
advertisement
এত তাড়াহুড়ো কেন, সেই প্রশ্নও করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। আগামিকালই হবে শুনানি। ঠিক যেন বলিউডি থ্রিলার। রবিবার, কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান। চব্বিশ ঘণ্টার মধ্যে সেই জল গড়াল সুপ্রিম কোর্টে। সারদা তদন্তে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে সোমবার, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে আবেদন করে সিবিআই।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, - বারবার তলব করা সত্ত্বেও সিবিআই তদন্তে সহযোগিতা করছেন না রাজীব কুমার ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত হলেও, সহযোগিতা না করায় আদালত অবমাননা করছেন রাজীব কুমার ৷ শীর্ষ আদালতে সিবিআইয়ের অভিযোগ, সারদা তদন্তের বহু ইলেকট্রনিক তথ্যপ্রমাণ লোপাট করেছেন রাজীব কুমার ৷ আবেদনে মারাত্মক সব অভিযোগ তুললেও, সোমবার সিবিআইয়ের পেশ করা নথি যথেষ্ট ছিল না।
advertisement
তাই, জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানির খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। উল্টে বেঞ্চ প্রশ্ন করে, শুনানির জন্য এত তাড়াহুড়ো কেন ? মঙ্গলবার ওই মামলার শুনানি হবে।সিবিআইয়ের বিরুদ্ধে পাল্টা কৌশল নিয়েছেন রাজীব কুমারও। আরও চার অফিসারের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পদক্ষেপে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আর্জি জানিয়েছেন পুলিশ কমিশনার। মঙ্গলবার ওই মামলারও শুনানি। ফলে, দুটি মামলার দিকেই নজর থাকবে দেশের।