Cargo Ship Accident: কেরলে এসে ডুবল বিদেশি জাহাজ! সমুদ্রে মিশে গেল ভয়ঙ্কর জিনিস! ষড়যন্ত্র? কোন দেশের জাহাজ জানেন? কী ছিল জাহাজে? মানুষ সমুদ্রে নামলেই সর্বনাশ

Last Updated:
Cargo Ship Accident: জাহাজটি ভিজিনজাম থেকে কোচি হয়ে তুতুকুডি বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু শনিবার সন্ধ্যার দিকে অতিরিক্ত ঢেউয়ের চাপে এটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।
1/7
আরব সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে কেরালা উপকূলের কাছে ডুবে গেল একটি বিপজ্জনক পণ্যবাহী কার্গো জাহাজ। এই ঘটনায় সমুদ্রে পড়ে গেছে কয়েকটি কনটেইনার। লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজে ছিল দাহ্য পদার্থসহ বিপজ্জনক সামগ্রী।
আরব সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে কেরালা উপকূলের কাছে ডুবে গেল একটি বিপজ্জনক পণ্যবাহী কার্গো জাহাজ। এই ঘটনায় সমুদ্রে পড়ে গেছে কয়েকটি কনটেইনার। লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজে ছিল দাহ্য পদার্থসহ বিপজ্জনক সামগ্রী।
advertisement
2/7
জাহাজটি ভিজিনজাম থেকে কোচি হয়ে তুতুকুডি বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু শনিবার সন্ধ্যার দিকে অতিরিক্ত ঢেউয়ের চাপে এটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। তাতে জাহাজের ২৪ জন ক্রু সদস্যসহ জাহাজটি বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যায়। তবে, জাহাজের সকলকেই উদ্ধার করা হয়েছে।
জাহাজটি ভিজিনজাম থেকে কোচি হয়ে তুতুকুডি বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু শনিবার সন্ধ্যার দিকে অতিরিক্ত ঢেউয়ের চাপে এটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। তাতে জাহাজের ২৪ জন ক্রু সদস্যসহ জাহাজটি বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যায়। তবে, জাহাজের সকলকেই উদ্ধার করা হয়েছে।
advertisement
3/7
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় কিছু কনটেইনার সাগরে পড়ে যায়, যেগুলোর মধ্যে ছয় থেকে আটটি ছিল বিশেষভাবে বিপজ্জনক। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিল ভারতীয় নৌবাহিনীর দোরনিয়ার বিমান ও কোস্টগার্ডের ইউনিট।
ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় কিছু কনটেইনার সাগরে পড়ে যায়, যেগুলোর মধ্যে ছয় থেকে আটটি ছিল বিশেষভাবে বিপজ্জনক। উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছিল ভারতীয় নৌবাহিনীর দোরনিয়ার বিমান ও কোস্টগার্ডের ইউনিট।
advertisement
4/7
জাহাজে পরিবহণ করা হচ্ছিল সামুদ্রিক পেট্রল ও লো সালফার জ্বালানি, যার ফলে পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জরুরি ভিত্তিতে হেলিকপ্টারের মাধ্যমে জাহাজে অবস্থানরতদের জন্য পাঠানো হয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জাম। জাহাজটির রাত ১০টার দিকে কোচিতে পৌঁছানোর কথা ছিল।
জাহাজে পরিবহণ করা হচ্ছিল সামুদ্রিক পেট্রল ও লো সালফার জ্বালানি, যার ফলে পরিবেশ ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। জরুরি ভিত্তিতে হেলিকপ্টারের মাধ্যমে জাহাজে অবস্থানরতদের জন্য পাঠানো হয়েছে জীবন রক্ষাকারী সরঞ্জাম। জাহাজটির রাত ১০টার দিকে কোচিতে পৌঁছানোর কথা ছিল।
advertisement
5/7
কেরালার বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রের খবর, মালবাহী জাহাজ থেকে তেলের কন্টেনার সমুদ্রে পড়ে গিয়েছে। সেক্ষেত্রে তেল বেরিয়ে উপকূলের বেশ কিছু এলাকায় সমুদ্রের জলের উপর তেলের আস্তরণ তৈরি হয়ে যেতে পারে।
কেরালার বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রের খবর, মালবাহী জাহাজ থেকে তেলের কন্টেনার সমুদ্রে পড়ে গিয়েছে। সেক্ষেত্রে তেল বেরিয়ে উপকূলের বেশ কিছু এলাকায় সমুদ্রের জলের উপর তেলের আস্তরণ তৈরি হয়ে যেতে পারে।
advertisement
6/7
উপকূল রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই মালবাহী জাহাজে মেরিন গ্যাস অয়েল এবং ভেরি লো সালফার ফুয়েল অয়েল ছিল। এই ধরনের জ্বালানি যদি সমুদ্রে ছড়িয়ে পড়ে তাহলে বড়সড় পরিবেশগত ঝুঁকির আশঙ্কা থাকে।
উপকূল রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই মালবাহী জাহাজে মেরিন গ্যাস অয়েল এবং ভেরি লো সালফার ফুয়েল অয়েল ছিল। এই ধরনের জ্বালানি যদি সমুদ্রে ছড়িয়ে পড়ে তাহলে বড়সড় পরিবেশগত ঝুঁকির আশঙ্কা থাকে।
advertisement
7/7
দুর্ঘটনাগ্রস্ত মালবাহী জাহাজটির নাম MSC ELSA 3, লাইবেরিয়ার পতাকা রয়েছে জাহাজটিতে। কোচির থেকে ৩৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বিপজ্জনক ভাবে কাত হয়ে গিয়েছিল জাহাজটি। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, তাদের কাছে ওই ভেসেলের থেকে বিপদসঙ্কেত এসে পৌঁছনোর পরেই উদ্ধারকাজে নামা হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত মালবাহী জাহাজটির নাম MSC ELSA 3, লাইবেরিয়ার পতাকা রয়েছে জাহাজটিতে। কোচির থেকে ৩৮ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বিপজ্জনক ভাবে কাত হয়ে গিয়েছিল জাহাজটি। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে, তাদের কাছে ওই ভেসেলের থেকে বিপদসঙ্কেত এসে পৌঁছনোর পরেই উদ্ধারকাজে নামা হয়েছে।
advertisement
advertisement
advertisement