Budget 2020: নতুন আয়কর নীতি 'শর্তসাপেক্ষ,' ঠিক কী রকম? জেনে নিন...

Last Updated:
১২.৫ লক্ষ টাকা ও ১৫ লক্ষ টাকার মধ্যে আয়ের ব্যক্তিদের ২৫ শতাংশ আয়কর দিতে হবে৷ বছরে ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ব্যক্তিদের ৩০ শতাংশ আয়কর দিতে হবে৷ তবে এখানে একটি শর্ত রয়েছে অর্থমন্ত্রীর ঘোষণায়৷
1/6
নতুন আয়কর কাঠামো ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ নয়া আয়কর কাঠামোয় ৭০টি কর ছাড় তুলে দেওয়া হল৷ ৫ লক্ষ টাকা থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হবে৷ বর্তমানে যা ২০ শতাংশ৷
নতুন আয়কর কাঠামো ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ নয়া আয়কর কাঠামোয় ৭০টি কর ছাড় তুলে দেওয়া হল৷ ৫ লক্ষ টাকা থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হবে৷ বর্তমানে যা ২০ শতাংশ৷
advertisement
2/6
৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের ১৫ শতাংশ আয়কর দিতে হবে, বর্তমানে যা ২০ শতাংশ৷ ১০ লক্ষ টাকা থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের ২০ শতাংশ আয়কর দিতে হবে৷
৭.৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের ১৫ শতাংশ আয়কর দিতে হবে, বর্তমানে যা ২০ শতাংশ৷ ১০ লক্ষ টাকা থেকে ১২.৫ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের ২০ শতাংশ আয়কর দিতে হবে৷
advertisement
3/6
১২.৫ লক্ষ টাকা ও ১৫ লক্ষ টাকার মধ্যে আয়ের ব্যক্তিদের ২৫ শতাংশ আয়কর দিতে হবে৷ বছরে ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ব্যক্তিদের ৩০ শতাংশ আয়কর দিতে হবে৷ তবে এখানে একটি শর্ত রয়েছে অর্থমন্ত্রীর ঘোষণায়৷
১২.৫ লক্ষ টাকা ও ১৫ লক্ষ টাকার মধ্যে আয়ের ব্যক্তিদের ২৫ শতাংশ আয়কর দিতে হবে৷ বছরে ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ব্যক্তিদের ৩০ শতাংশ আয়কর দিতে হবে৷ তবে এখানে একটি শর্ত রয়েছে অর্থমন্ত্রীর ঘোষণায়৷
advertisement
4/6
আগের আয়কর কাঠামোয় ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের ২০ শতাংশ আয়কর দিতে হত৷ ১০ লক্ষ টাকার বেশি আয়ের ব্যক্তিদের ৩০ শতাংশ আয়কর দিতে হয়৷ অর্থমন্ত্রী জানান, নয়া কর কাঠামো কোনও ব্যক্তি ইচ্ছে হলে নিতে পারেন বা না-ও নিতে পারেন৷
আগের আয়কর কাঠামোয় ৫ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের ২০ শতাংশ আয়কর দিতে হত৷ ১০ লক্ষ টাকার বেশি আয়ের ব্যক্তিদের ৩০ শতাংশ আয়কর দিতে হয়৷ অর্থমন্ত্রী জানান, নয়া কর কাঠামো কোনও ব্যক্তি ইচ্ছে হলে নিতে পারেন বা না-ও নিতে পারেন৷
advertisement
5/6
যদি নতুন কর কাঠামোয় কেউ আয়কর দিতে চান, তা হলে বিভিন্ন ধারায় কর ছাড় ও রিবেট পাবেন না৷ অর্থাত্‍, আপনি যদি নতুন কর কাঠামোয় আয়কর দিতে চান, তা হলে বিভিন্ন ধারায় করছাড়া এবং রিবে দাবি করতে পারবেন না৷
যদি নতুন কর কাঠামোয় কেউ আয়কর দিতে চান, তা হলে বিভিন্ন ধারায় কর ছাড় ও রিবেট পাবেন না৷ অর্থাত্‍, আপনি যদি নতুন কর কাঠামোয় আয়কর দিতে চান, তা হলে বিভিন্ন ধারায় করছাড়া এবং রিবে দাবি করতে পারবেন না৷
advertisement
6/6
আপনি যদি পুরনো কাঠামোতে কর দিতে চান, তা হলে নতুন কাঠামোর আয়করের ঊর্ধসীমা পাবেন না ঠিকই, কিন্তু ৮০সি, ৮০ডি-সহ নানা ধারায় আয়করের ছাড় ও রিবেট দাবি করতে পারবেন৷ এবার কোন আয়কর কাঠামোয় কর দিলে আপনার আয়কর বাঁচবে, সেটা হিসেব করতে হবে আপনাকেই৷
আপনি যদি পুরনো কাঠামোতে কর দিতে চান, তা হলে নতুন কাঠামোর আয়করের ঊর্ধসীমা পাবেন না ঠিকই, কিন্তু ৮০সি, ৮০ডি-সহ নানা ধারায় আয়করের ছাড় ও রিবেট দাবি করতে পারবেন৷ এবার কোন আয়কর কাঠামোয় কর দিলে আপনার আয়কর বাঁচবে, সেটা হিসেব করতে হবে আপনাকেই৷
advertisement
advertisement
advertisement