পর্দায় অভিনয় করেছিলেন যাঁর 'আন্টি'র ভূমিকায়, বাস্তবে তাঁর গলাতেই মালা দেন তুমুল হিট সিরিয়ালের 'নায়িকা'! 'আট' বছরের ছোট বর... ভেঙে খানখান করে দিয়েছিলেন সামাজিক বাধাও, সবাই চেনে, নাম শুনলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
হিন্দি ধারাবাহিক 'প্যার কি ইয়ে এক কাহানি' মনে পড়ে? ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত টেলিকাস্ট হওয়া এই সিরিয়াল ছিল তুমুল হিট। এই হিন্দি ধারাবাহিকে মায়ের ভূমিকায় অভিনয় করেন কিশওয়ার মার্চেন্ট।
হিন্দি ধারাবাহিক 'প্যার কি ইয়ে এক কাহানি' মনে পড়ে? ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত টেলিকাস্ট হওয়া এই সিরিয়াল ছিল তুমুল হিট। এই হিন্দি ধারাবাহিকে মায়ের ভূমিকায় অভিনয় করেন কিশওয়ার মার্চেন্ট। একই ধারাবাহিকে অভিনেতা সুয়শ রাই তার ছেলে ভিভিয়ান ডিসেনার বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন। (ছবি সৌজন্যে- ইনস্টাগ্রাম kishwersmerchanttt)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement