Bizarre Offer: ক্যাবে একান্ত মুহূর্তে চুমু! আর এরকই অফার দিচ্ছে নাকি, ভাইরাল পোস্ট সোশ্যাল মিডিয়ায়, কাপলরা সকলেই ...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Kiss inside vehicle: ক্যাবে বসে গার্লফ্রেন্ডকে কিস করুন, দেখবে না ড্রাইভার, কোথায় দিচ্ছে এই অফার
: ট্যাক্সি নিয়ে একটু বেরোলেন, সঙ্গে প্রেমিকা কিম্বা বান্ধবী৷ পাশে বসে শরীরে শরীর ছুঁয়ে ইচ্ছে হল কি একটু চুমু খেয়ে নিই, কিন্তু না কী করে হবে, ড্রাইভার সিটে বসে থাকা মানুষটি তো মিররে ড্যাবড্যাব করে দেখবে৷ তাহলে ব্যাস ওই পর্যন্তই৷ কিন্তু এ কী সোশ্যাল মিডিয়া পোস্টে তোলপাড়, সেখানে একটি পোস্টে দাবি করা হয়েছে একান্তে ক্যাবের সিটে বসে বিন্দাস চুমু খেতে পারবেন আরোহী৷ Photo- Representative (AI)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে সেই পোস্টকে রিপোস্ট করে ‘স্মুজ়ি’- Schmooze পরে জানিয়েছে, ক্যাবে বসে চুমু খাওয়ার সুযোগ শুধু ১ এপ্রিলের জন্য বৈধ। নেটিজনরা এইটা নিয়ে তোলপাড় করলেও Schmooze গ্রাহকদের বোকা বানাতে বা ‘এপ্রিল ফুল’-র জন্যেই নাকি এই পোস্টটি করেছিল৷ যা অফারটিকে ভুয়ো বলে জানিয়েছে৷ ‘স্মুজ়ি’ এমন একটি ডেটিং অ্যাপ, যেখানে কাপলরা আলাপ করে ডেটিং করতে পারেন৷