Biyer Card: বিদেশেই প্রেম, ধুমধাম করে বিয়ে, রিসেপশনের কার্ড বাইরে আসতেই তোলপাড়, নাম দুটো পড়েই যা যা হল...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Biyer Card: বিয়ের কার্ডের বয়ান পড়ার পর তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়
advertisement
বিয়ের কার্ডের লেখা দেখে হিন্দু সংগঠনের লোকজন ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে। শুধু তাই নয়, প্রচুর মানুষ একত্রিত হয়ে এডিএম সিটির অফিসে পৌঁছে যায়৷ শুধু তাই নয় সেখানে স্মারকলিপিও তুলে দেয় তারা। এই বিয়েতে আশীর্বাদ অনুষ্ঠান হলে অপ্রীতিকর কিছু ঘটবে এই আশঙ্কায় কর্মসূচি বাতিল করতে বাধ্য হয় পরিবার৷
advertisement
advertisement
এই বিয়ের কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন মেয়র শকুন্তলা ভারতীও এডিএম সিটির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। পাশাপাশি বিয়ের অনুষ্ঠান আয়োজনের বিরুদ্ধেও সতর্ক করা হয়। আসলে, শহরের একটি গেস্ট হাউসে ২১ ডিসেম্বর মুসলিম একটি ছেলে এবং একটি হিন্দু মেয়ের বিবাহের সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোজের আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
এডিএম সিটি অমিত ভাট বলেছেন যে একটি সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়ে একটি নিমন্ত্রণ পত্র পাওয়া গেছে। অভিযোগ, অন্য ধর্মের এক যুবকের সঙ্গে প্রেমের বিয়ে হয়েছিল এক হিন্দু মেয়েটির, যার ভোজসভার আয়োজন হয়েছিল৷ অথচ মেয়ের পরিবার এই বিয়ের বিপক্ষে। তাদের অভিযোগ, মেয়েটিকে প্রলোভন দেখিয়ে বিয়ে করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।