'Bikini Killer' Charles Sobhraj: কে এই চার্লস শোভরাজ? জানুন অন্ধকার জগতের এই কুখ্যাত সিরিয়াল কিলারের অজানা তথ্য

Last Updated:
একাধিক বার জেল থেকে পালানোর অভিযোগও উঠেছে শোভরাজের বিরুদ্ধে। তিহাড় থেকেও পালিয়েছিলেন তিনি।
1/6
দীর্ঘ সময় পরে শুক্রবার মুক্তি পেয়েছে চার্লস শোভরাজ৷ কে এই কুখ্যাত সিরিয়াল কিলার?
দীর্ঘ সময় পরে শুক্রবার মুক্তি পেয়েছে চার্লস শোভরাজ৷ কে এই কুখ্যাত সিরিয়াল কিলার?
advertisement
2/6
সত্তর-আশির দশকে মহিলাদের ত্রাসের অন্য নাম ছিল চার্লস শোভরাজ৷ বিকিনি কিলার হোক বা স্‌প্লিটিং কিলার- তার নামে শিউরে উঠতেন মহিলারা৷
সত্তর-আশির দশকে মহিলাদের ত্রাসের অন্য নাম ছিল চার্লস শোভরাজ৷ বিকিনি কিলার হোক বা স্‌প্লিটিং কিলার- তার নামে শিউরে উঠতেন মহিলারা৷
advertisement
3/6
ভারতীয় বংশোদ্ভূত শোভরাজের বিরুদ্ধে প্রায় ২০ জন মহিলাকে খুনের অভিযোগ আছে। এর মধ্যে ১৪ জনই থাইল্যান্ডের।
ভারতীয় বংশোদ্ভূত শোভরাজের বিরুদ্ধে প্রায় ২০ জন মহিলাকে খুনের অভিযোগ আছে। এর মধ্যে ১৪ জনই থাইল্যান্ডের।
advertisement
4/6
একাধিক বার জেল থেকে পালানোর অভিযোগও উঠেছে শোভরাজের বিরুদ্ধে। তিহাড় থেকেও পালিয়েছিলেন তিনি।
একাধিক বার জেল থেকে পালানোর অভিযোগও উঠেছে শোভরাজের বিরুদ্ধে। তিহাড় থেকেও পালিয়েছিলেন তিনি।
advertisement
5/6
নিহিতা বিশ্বাসের সঙ্গে চার্লসের বিয়ে ঘিরে আগেও চর্চা হয়েছে। ২০০৮ সালে বিয়ে হয় দু’জনের।
নিহিতা বিশ্বাসের সঙ্গে চার্লসের বিয়ে ঘিরে আগেও চর্চা হয়েছে। ২০০৮ সালে বিয়ে হয় দু’জনের।
advertisement
6/6
শোনা যায়,  জেলে থাকার সময়েই নিহিতা ও চার্লসের পরিচয় হয়। তখন শোভরাজের বয়স ৬৪। তবে তারপরে সেই নিহিতা কোথায় গেলেন সেটা এখনও রহস্য৷
শোনা যায়, জেলে থাকার সময়েই নিহিতা ও চার্লসের পরিচয় হয়। তখন শোভরাজের বয়স ৬৪। তবে তারপরে সেই নিহিতা কোথায় গেলেন সেটা এখনও রহস্য৷
advertisement
advertisement
advertisement