Bihar Election Result 2020: প্রাথমিক গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, চলছে গণনা, দেখুন ছবি
- Published by:Ananya Chakraborty
Last Updated:
এই মুহূর্তে গণনার প্রাথমিক ট্রেন্ডে বলছে কড়া টক্কর চলছে NDA ও মহাজোটে
ফের কি মসনদে নীতীশ কুমার? না কি এবার তেজস্বীর তেজ? বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিরোধীদের মহাজোট। কিন্তু, গণনার পরে শেষ হাসি হাসবে কে? মঙ্গলে কার হবে মঙ্গল? নজর এখন বিহারে। চলছে গণনা ৷ এই মুহূর্তে গণনার প্রাথমিক ট্রেন্ডে বলছে কড়া টক্কর চলছে NDA ও মহাজোটে ৷ এমনকী পোস্টাল ব্যালেটেও দুই বাহুবলী জোটের মধ্যে ৫০-৫০ ভোট শেয়ার ইঙ্গিত ৷
advertisement
advertisement
advertisement
advertisement
বুথ ফেরত সমীক্ষার ফলেই স্পষ্ট করোনা ও পরিযায়ী ইস্যু ভালমতোই প্রভাব ফেলেছে নীতীশের জনপ্রিয়তায় ৷ নীতীশ বিরোধী মতের কারণেই বড়সড় ইমেজ ড্যামেজ এনডিএ-এরও ৷ অন্যদিকে, সেই ফায়দা পেয়েছে মহাজোট ৷ নীতীশের প্রতি তিক্ততা জনপ্রিয়তা বাড়িয়েছে তেজস্বীর ৷ তবে যেহেতু দুই জোটে কাঁটায় কাঁটায় টক্কর ৷ দুই জোটের আসনের ব্যবধান দশের কম, সেক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ বদলালেই যেকোনও মুহূর্তে বদলে যাবে মসনদের অঙ্ক ৷