Bihar Young Minister: পরনে ব্লু জিনস-হোয়াইট শার্ট, ‘আনটাকড’! মঞ্চে উঠেই গেলেন মোদির কাছে, তারপরে শপথ, বিহারের নতুন তরুণ মন্ত্রী, জানেন কার ছেলে?

Last Updated:
পোশাক নিয়ে প্রশ্ন করা হলে দীপক বলেন, ‘‘আমি যে পোশাক পরে স্বচ্ছন্দ বোধ করি , তাই পরেছি, ভবিষ্যতেও তাই করব৷ আমিও কুর্তা-পাজামা পরি কি না তা সময়ই বলবে৷’’ যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেই মন্ত্রী হয়েছেন দীপক, সেই কারণে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে তাঁকে৷
1/7
বৃহস্পতিবার বিহারের গান্ধি ময়দানে মোদি শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার৷ এদিন নীতীশের পাশাপাশি এনডিএ সরকারের মন্ত্রিসভার ২৬ মন্ত্রীও শপথ নিয়েছে৷ এঁদের মধ্যে একজনের পোশাক পরিচ্ছদ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
বৃহস্পতিবার বিহারের গান্ধি ময়দানে মোদি শাহের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ কুমার৷ এদিন নীতীশের পাশাপাশি এনডিএ সরকারের মন্ত্রিসভার ২৬ মন্ত্রীও শপথ নিয়েছে৷ এঁদের মধ্যে একজনের পোশাক পরিচ্ছদ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
2/7
পরনে ব্লু জিন্স, সাদা বা হাল্কা রঙের শার্ট, তা-ও না গুঁজে পরে থাকা৷ চোখে চশমা৷ অন্য নেতা, মন্ত্রী বিধায়কেরা যেখানে সাদা কুর্তা-পাজামা, কিংবা ধুতি পরে ছিলেন, তার মাঝে এই তরুণের পোশাক পরিচ্ছদই তাঁকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল৷
পরনে ব্লু জিন্স, সাদা বা হাল্কা রঙের শার্ট, তা-ও না গুঁজে পরে থাকা৷ চোখে চশমা৷ অন্য নেতা, মন্ত্রী বিধায়কেরা যেখানে সাদা কুর্তা-পাজামা, কিংবা ধুতি পরে ছিলেন, তার মাঝে এই তরুণের পোশাক পরিচ্ছদই তাঁকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছিল৷
advertisement
3/7
কে ছিলেন বিহারের এই নতুন তরুণ মন্ত্রী যে মঞ্চে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন, তারপরে নিলেন শপথ? সাধারণ পোশাক পরা এই তরুণের নাম দীপক প্রকাশ৷ রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) প্রধান এবং রাজ্য সভা সাংসদ উপেন্দ্র কুশওয়াহা এবং সাসায়কের সদ্য বিজয়ী বিধায়ক স্নেহলতা কুশয়াহার ছেলে৷
কে ছিলেন বিহারের এই নতুন তরুণ মন্ত্রী যে মঞ্চে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন, তারপরে নিলেন শপথ? সাধারণ পোশাক পরা এই তরুণের নাম দীপক প্রকাশ৷ রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) প্রধান এবং রাজ্য সভা সাংসদ উপেন্দ্র কুশওয়াহা এবং সাসায়কের সদ্য বিজয়ী বিধায়ক স্নেহলতা কুশয়াহার ছেলে৷
advertisement
4/7
মাত্র ৩৬ বছর বয়সি দীপক অবশ্য ২০২৫ এর বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি৷ এনডিএ শরিক আরএলএম এবারে ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিল ৪টিতে৷ তার পরিবর্তে ১টি মন্ত্রিত্ব পেয়েছে তারা৷ জল্পনা ছিল স্নেহলতা কুশওয়াহাই এই মন্ত্রিপদে বসতে পারেন৷
মাত্র ৩৬ বছর বয়সি দীপক অবশ্য ২০২৫ এর বিহার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি৷ এনডিএ শরিক আরএলএম এবারে ৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিল ৪টিতে৷ তার পরিবর্তে ১টি মন্ত্রিত্ব পেয়েছে তারা৷ জল্পনা ছিল স্নেহলতা কুশওয়াহাই এই মন্ত্রিপদে বসতে পারেন৷
advertisement
5/7
কিন্তু, সকলকে অবাক করে দিয়ে মন্ত্রিত্ব পদের জন্য নিজের ছেলেকেই এগিয়ে দিয়েছেন উপেন্দ্র ও স্নেহলতা৷ সূত্রের খবর, কুশওয়াহাদের এই দাবি প্রাথমিক ভাবে মেনে নিতে চাননি স্বয়ং নীতীশ কুমার এবং অমিত শাহ ৷ তবে শপথের শেষ মুহূর্তে বদলে যায় সিদ্ধান্ত৷
কিন্তু, সকলকে অবাক করে দিয়ে মন্ত্রিত্ব পদের জন্য নিজের ছেলেকেই এগিয়ে দিয়েছেন উপেন্দ্র ও স্নেহলতা৷ সূত্রের খবর, কুশওয়াহাদের এই দাবি প্রাথমিক ভাবে মেনে নিতে চাননি স্বয়ং নীতীশ কুমার এবং অমিত শাহ ৷ তবে শপথের শেষ মুহূর্তে বদলে যায় সিদ্ধান্ত৷
advertisement
6/7
দীপক প্রকাশ ২০১১ সালে কম্পিউটার সায়েন্সে বি.টেক পাশ করে৷ ৪ বছর চাকরিও করেছিল৷ তারপরে পুরোপুরি ভাবে বাবার দলের হয়ে কাজ করতে শুরু করে৷
দীপক প্রকাশ ২০১১ সালে কম্পিউটার সায়েন্সে বি.টেক পাশ করে৷ ৪ বছর চাকরিও করেছিল৷ তারপরে পুরোপুরি ভাবে বাবার দলের হয়ে কাজ করতে শুরু করে৷
advertisement
7/7
পোশাক নিয়ে প্রশ্ন করা হলে দীপক বলেন, ‘‘আমি যে পোশাক পরে স্বচ্ছন্দ বোধ করি , তাই পরেছি, ভবিষ্যতেও তাই করব৷ আমিও কুর্তা-পাজামা পরি কি না তা সময়ই বলবে৷’’ যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেই মন্ত্রী হয়েছেন দীপক, সেই কারণে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে তাঁকে৷
পোশাক নিয়ে প্রশ্ন করা হলে দীপক বলেন, ‘‘আমি যে পোশাক পরে স্বচ্ছন্দ বোধ করি , তাই পরেছি, ভবিষ্যতেও তাই করব৷ আমিও কুর্তা-পাজামা পরি কি না তা সময়ই বলবে৷’’ যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেই মন্ত্রী হয়েছেন দীপক, সেই কারণে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে তাঁকে৷
advertisement
advertisement
advertisement