Bihar Assembly Election 2025: ‘ভেঁইস ভি পাঙ্খে কে নিচে শোতি হ্যায়..,’ বিহারে বড় ফ্যাক্টর, বিনামূল্যে বিদ্যুৎ!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত ৩ জুলাই নীতীশ ঘোষণা করেন, বিহারের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টার্নশিপ বাবদ প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়া হবে। যাঁদের আইটিআই-এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন মাসিক ৬০০০ টাকা।
বুথফেরত সমীক্ষায় আভাস মিলেছিল৷ সেই পূর্বাভাস সত্যি করে বিহারে ল্যান্ডস্লাইড ভিক্ট্রির পথে এগিয়ে চলেছে মোদি-নীতীশের এনডিএ জোট৷ সরকারি চাকরির প্রতিশ্রুতি থেকে শুরু করে মহিলাদের প্রতি মাসে ২৫০০ টাকা৷ লালুপুত্র তেজস্বীর তালিকায় বড় বড় প্রতিশ্রুতি থাকলেও ঠিক কোন জনমোহনী অঙ্কে বাজিমাত করেছেন নীতীশ? তা নিয়েই এখন জোর চর্চা রাজনৈতিক মহলে৷
advertisement
advertisement
advertisement
বিদ্যুৎ, কাঁড়ি কাঁড়ি টাকার অতিরিক্ত বিদ্যুতের বিল, প্রতিটা গৃহস্থ বাড়ির বড় মাথাব্যথা৷ সেই শিরঃপীড়ারই সারিয়ে দিলেন নীতীশ৷ চলতি বছরের জুলাই মাসে, বিহারের ভোটের দিনক্ষণ ঘোষণার বহু আগেই জানিয়ে দিলেন, সে রাজ্যের প্রতিটি পরিবারকে বিনামূল্যে মাসে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে। এর ফলে উপকৃত হয় বিহারের ১ কোটি ৬৭ লক্ষ পরিবার৷
advertisement
advertisement
advertisement
advertisement
গত ৩ জুলাই নীতীশ ঘোষণা করেন, বিহারের ‘মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা যোজনা’ প্রকল্পে যাঁদের কারিগরি উন্নয়ন সংক্রান্ত প্রশিক্ষণ বা ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ রয়েছে কিংবা যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টার্নশিপ বাবদ প্রতি মাসে ৪০০০ টাকা দেওয়া হবে। যাঁদের আইটিআই-এর ডিগ্রি রয়েছে বা যাঁরা ডিপ্লোমা পাশ করেছেন, তাঁরা মাসে ৫০০০ টাকা পাবেন। স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণেরা পাবেন মাসিক ৬০০০ টাকা। যাঁরা বিহারেরই অন্য জেলায় ইন্টার্নশিপ করবেন, তাঁদের অতিরিক্ত ২০০০ টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্য রাজ্যে কাজ করলে দেওয়া হবে অতিরিক্ত ৫০০০ টাকা। ইন্টার্নশিপের মেয়াদ হবে তিন থেকে ১২ মাস। এই ঘোষণাও, বিহারের গরিব, মহিলা ও ছাত্র-যুবদের ভোট ব্যাঙ্ককে প্রাভাবিত করেছিল বলে মনে করা হচ্ছে৷
advertisement
