৭৫ বছরের রেকর্ড ভেঙে চুরমার...! ঐতিহাসিক ভোট বিহারে, যে কারণে প্রথম দফায় নজিরবিহীন উপস্থিতি ভোটারদের, নজরে একাধিক সূত্র!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bihar Assembly Election 2025: বিহারের ভোটে ইতিহাস! এবারের নির্বাচনে ৭৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বিহারবাসী। বিহার নির্বাচনের প্রথম দফায় ৬৪.৬৬ শতাংশ ভোটার উপস্থিতি গত ৭৫ বছরে রেকর্ড। সবচেয়ে বেশি ভোটারের উপস্থিতি দেখা গিয়েছে মুজাফফরপুর এবং সমস্তিপুরে। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তি ও ইভিএম মেশিন বিকল হওয়ার ঘটনাও ঘটেছে।
বিহারের ভোটে ইতিহাস! এবারের নির্বাচনে ৭৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বিহারবাসী। বিহার নির্বাচনের প্রথম দফায় ৬৪.৬৬ শতাংশ ভোটার উপস্থিতি গত ৭৫ বছরে রেকর্ড। সবচেয়ে বেশি ভোটারের উপস্থিতি দেখা গিয়েছে মুজাফফরপুর এবং সমস্তিপুরে। অন্যদিকে বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তি ও ইভিএম মেশিন বিকল হওয়ার ঘটনাও ঘটেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া আগের তুলনায় সহজ করা হয়েছে। এর ফলে রাজ্যের ভোটাররা বড় সংখ্যায় ভোটকেন্দ্রে পৌঁছতে সক্ষম হয়েছেন। সর্বশেষ তথ্য অনুসারে, বিহারের ১৮টি জেলায় ভোটগ্রহণ হয়েছে। মুজাফফরপুর এবং সমস্তিপুরে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে। মুজাফফরপুরে ৭০.৯৬ শতাংশ, এবং সমস্তিপুরে ৭০.৬৩ শতাংশ ভোটারের উপস্থিতি রেকর্ড করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
একনজরে প্রথম দফার ভোটের ১২টি বড় ঘটনা:লক্ষীসরাই- উপ-মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা। বিজয় সিনহার সঙ্গে আরজেডি এমএলসি অজয় সিংয়ের সংঘর্ষ। পটনা-মানেরে- আরজেডি প্রার্থীর ভাই বীরেন্দ্র তার পরিচয়পত্র পরীক্ষা করার সময় হুমকি দেন নির্বাচনী পরিদর্শককে। "আমি ওকে এখানেই আগুনে পুড়িয়ে দেব।" মন্তব্য করে শিরোনামে উঠে আসেন আরজেডি প্রার্থীর ভাই।
advertisement
বৈশালী: আরজেডি প্রার্থী রবীন্দ কুমার সিং-এর প্ররোচনায়, লোকজন সিএপিএফ জওয়ানদের উপর পাথর ছুঁড়েছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে দারভাঙ্গার সিংহওয়াড়া থানা এলাকার একজন পোলিং এজেন্টকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় এবং সেইসময় পুলিশের উপর পাথর ছোঁড়া হয় বলেও অভিযোগ। ঘটনায় আটক করা হয়েছে দুজনকে।
advertisement
লক্ষ্মীসরাই: বুথ দখলের খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ এক ঘণ্টা ধরে গ্রামে মিছিল করে। অন্যদিকে ১০ জেলায় ইভিএম বিকলের ঘটনা ঘটেছে প্রথম দফার ভোটে। বৈশালীর লালগঞ্জে ভোট চুরির স্লোগান ওঠে। এই সময় বেশ কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। সরন-জৈতপুরে, মাঞ্জি আসনের সিপিআই প্রার্থী সত্যেন্দ্র কুমারের গাড়িতে ইট, পাথর এবং লাঠি দিয়ে হামলা চালানো হয়।
advertisement
