Big Change In Ration Card: রেশন কার্ডের নিয়ে রেখেছেন, ফ্রিতে দেদার খাবার তুলছেন, নিয়মে রদবদল প্রশাসনের, না মানলেই বড়সড় ফাঁসবেন

Last Updated:
Big Change In Ration Card: পনি যদি অনৈতিকভাবে রেশন নিচ্ছেন ধরা পড়ে তাহলে জরিমানাই শুধু নয় জেল পর্যন্ত হতে পারে৷
1/8
: রেশন কার্ড আছে আপনার কাছে?  সরকার দেশে এমন যোজনা চালায় যেখানে গরিব পরিবাররা সরকারের থেকে বিভিন্ন সাহায্য পান৷ অনেক প্রকল্পেই গরিব মানুষরা বিনামূল্যে রেশন পান৷ করোনাকালের শুরু থেকেই একাধিক যোজনায় দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পান৷
: রেশন কার্ড আছে আপনার কাছে?  সরকার দেশে এমন যোজনা চালায় যেখানে গরিব পরিবাররা সরকারের থেকে বিভিন্ন সাহায্য পান৷ অনেক প্রকল্পেই গরিব মানুষরা বিনামূল্যে রেশন পান৷ করোনাকালের শুরু থেকেই একাধিক যোজনায় দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পান৷
advertisement
2/8
এই যোজনা তাঁদের জন্য যাঁদের খুবই খারাপ আর্থিক অবস্থা৷ কিন্তু অনেক মানুষ এমন আছেন যাঁরা নিজেদের জন্য এই বিনামূল্যে খাবার পাওয়ার রেশন কার্ড বানিয়ে নেন৷ কিন্তু এরকম যাঁরা করছেন তাঁরা দ্রুত সতর্ক হোন৷ কারণ সরকার দেশে রেশন কার্ডের ধারকদের পরীক্ষা করে দেখছে আর সেখানে আপনি যদি অনৈতিকভাবে রেশন নিচ্ছেন ধরা পড়ে তাহলে জরিমানাই শুধু নয় জেল পর্যন্ত হতে পারে৷
এই যোজনা তাঁদের জন্য যাঁদের খুবই খারাপ আর্থিক অবস্থা৷ কিন্তু অনেক মানুষ এমন আছেন যাঁরা নিজেদের জন্য এই বিনামূল্যে খাবার পাওয়ার রেশন কার্ড বানিয়ে নেন৷ কিন্তু এরকম যাঁরা করছেন তাঁরা দ্রুত সতর্ক হোন৷ কারণ সরকার দেশে রেশন কার্ডের ধারকদের পরীক্ষা করে দেখছে আর সেখানে আপনি যদি অনৈতিকভাবে রেশন নিচ্ছেন ধরা পড়ে তাহলে জরিমানাই শুধু নয় জেল পর্যন্ত হতে পারে৷
advertisement
3/8
রেশনের জন্য কিছু নিয়ম হয়৷ যদি সেই নিয়ম ও যোগ্যতা মান না মানা হয় তাহলে বড়সড় বিপদে পড়তে পারেন৷ দেশে লক্ষ লক্ষ লোক নিয়মবিরুদ্ধ রেশন কার্ড বানিয়ে রেখেছেন৷ এবার সরকারি নজরদারি শুরু হয়েছে যাঁরা নিয়ম ভেঙে রেশন কার্ড নিয়েছেন তাঁদের জন্য কড়া পদক্ষেপ নেবে প্রশাসন৷ একবার লিস্ট মিলিয়ে দেখে নিন কোন কোন মানুষ এই রেশন কার্ড সুবিধা পাবেন না৷
রেশনের জন্য কিছু নিয়ম হয়৷ যদি সেই নিয়ম ও যোগ্যতা মান না মানা হয় তাহলে বড়সড় বিপদে পড়তে পারেন৷ দেশে লক্ষ লক্ষ লোক নিয়মবিরুদ্ধ রেশন কার্ড বানিয়ে রেখেছেন৷ এবার সরকারি নজরদারি শুরু হয়েছে যাঁরা নিয়ম ভেঙে রেশন কার্ড নিয়েছেন তাঁদের জন্য কড়া পদক্ষেপ নেবে প্রশাসন৷ একবার লিস্ট মিলিয়ে দেখে নিন কোন কোন মানুষ এই রেশন কার্ড সুবিধা পাবেন না৷
advertisement
4/8
যাঁদের বাড়িতে রেফ্রিজিরেটর কিম্বা এসি আছে, তাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন না৷
যাঁদের বাড়িতে রেফ্রিজিরেটর কিম্বা এসি আছে, তাঁরা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন না৷
advertisement
5/8
যদি গ্রামে থেকে আপনার প্রতি বছর রোজগার ২ লক্ষ টাকার বেশি হয়, আর শহরে ৩ লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনি রেশন কার্ড পাবেন না৷
যদি গ্রামে থেকে আপনার প্রতি বছর রোজগার ২ লক্ষ টাকার বেশি হয়, আর শহরে ৩ লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনি রেশন কার্ড পাবেন না৷
advertisement
6/8
যদি আপনার কাছে লাইসেন্স হওয়া হাতিয়ার থাকে পাশাপাশি ইনকাম ট্যাক্স দাখিল করেন তাহলে আপনাকে রেশন কার্ড দেওয়া যাবে না৷
যদি আপনার কাছে লাইসেন্স হওয়া হাতিয়ার থাকে পাশাপাশি ইনকাম ট্যাক্স দাখিল করেন তাহলে আপনাকে রেশন কার্ড দেওয়া যাবে না৷
advertisement
7/8
ঘরের কারোর যদি সরকারি চাকরি করা কেউ থাকেন তাহলেতার পরিবারের রেশন কার্ড দেওয়া যাবে না৷ যদি আপনি ইনকাম ট্যাক্স দেন ও ভোগ্যপণ্য থাকে তাহলেও আপনি রেশন কার্ড পাবেন না৷
ঘরের কারোর যদি সরকারি চাকরি করা কেউ থাকেন তাহলেতার পরিবারের রেশন কার্ড দেওয়া যাবে না৷ যদি আপনি ইনকাম ট্যাক্স দেন ও ভোগ্যপণ্য থাকে তাহলেও আপনি রেশন কার্ড পাবেন না৷
advertisement
8/8
যদি কারোর কাছে ১০০ গজের বেশি জমি থাকে তাহলে আপনি রেশন কার্ড পাবেন না৷ যদি এই পয়েন্টগুলি হয় তাহলে গ্রামীণ রসদ বিভাগে গিয়ে নাম কাটিয়ে নিন৷
যদি কারোর কাছে ১০০ গজের বেশি জমি থাকে তাহলে আপনি রেশন কার্ড পাবেন না৷ যদি এই পয়েন্টগুলি হয় তাহলে গ্রামীণ রসদ বিভাগে গিয়ে নাম কাটিয়ে নিন৷
advertisement
advertisement
advertisement