Bharat Bandh: সোম-মঙ্গল ভারত বনধের ডাক কৃষক ও শ্রমিক সংগঠনগুলির, গোটা দেশে বনধের কেমন ছবি ধরা পড়ল? দেখুন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কৃষক সংগঠনগুলো সোমবার ও মঙ্গলবার ভারত বনধ ডেকেছে। কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এই বনধের ডাক।
advertisement
advertisement
কেন্দ্রীয় সরকারি নীতির বিরুদ্ধে ডাকা বন্ধে তারা যাতে বাধা না দেয়, তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির পশ্চিমবঙ্গ শাখা। যদিও বন্ধের দু’দিন অফিসে হাজিরা নিশ্চিত করতে শনিবারই নবান্নের তরফে নির্দেশিকা জারি করা হয়। এদিন সকালে যাদবপুর স্টেশনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান বাম কর্মীরা
advertisement
সোমাবার সকালে যাদবপুর স্টেশনের ছবি। শ্রমিক সংগঠনগুলির কেন্দ্রীয় মঞ্চের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রের বিজেপি সরকার ক্রমশ কৃষক, শ্রমিক-সহ সাধারণ মানুষের উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে। সুদের হার হ্রাস করার পাশাপাশি পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের বিরুদ্ধে বন্ধ ডাকা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বেসরকারিকরণের পদক্ষেপেরও বিরুদ্ধে শ্রমিক সংগঠনগুলি।
advertisement
advertisement
advertisement
advertisement